পরীমনি ইস্যুতে যা বললেন জয়া আহসান
প্রকাশিতঃ 12:17 pm | June 15, 2021

শোবিজ ডেস্ক, কালের আলো:
বেশ আলোড়ন তুলেছে চিত্রনায়িকা পরীমনিকে মারধর ও ধর্ষণচেষ্টার ঘটনা। সোশ্যাল মিডিয়া এবং নিউজ মিডিয়ার বদৌলতে ঘটনাটি জেনে গেছে সারা দেশের মানুষ। সোশ্যাল মিডিয়ায় ইতোমধ্যে প্রতিবাদ জানিয়েছেন নাট্য ও চলচ্চিত্র জগতের এক ডজনেরও বেশি তারকা। তাদের মধ্যে অন্য দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।
তিনি নিজের ফেসবুকে লিখেছেন, পরীমনির খবরটি শোনার পর থেকে বেদনা ও ধিক্কারে মনটা ভরে উঠেছে। আমি কষ্ট পাচ্ছি মানুষ হিসেবে, মেয়ে হিসেবে, অভিনয় জগতের একজন সদস্য হিসেবে। একবিংশ শতকের অনেকটা পথ পার হয়ে এসে এখনো মেয়েদের এমন লাঞ্ছনা দেখতে হবে।’
জয়ার প্রশ্ন, ‘কোনো মানুষ, কোনো মেয়ের সঙ্গে এমন আচরণ করার মন, মানসিকতা বা দুঃসাহস কোত্থেকে আসে? যে চলচ্চিত্রশিল্পকে রক্তে-ঘামে আমরা তিল তিল করে গড়ে তুলছি, তা এতই নাজুক, এতই খেলো? এ ঘটনা আমরা তলা পর্যন্ত বুঝতে চাই। আমরা দেখতে চাই, এমন দুর্বৃত্তপনার বিচার হয়েছে। দেখতে চাই, কোনো মেয়ে, তা সে যেই হোক- তার সঙ্গে এমন আচরণের অবসান হয়েছে।’
রবিবার রাত ৮টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে পরীমনি জানান, তাকে গত ৯ জুন রাতে শারীরিকভাবে হেনস্তা, মারধর ও হত্যাচেষ্টা করা হয়েছে। সে সময় কারও নাম উল্লেখ না করলেও এদিন রাতেই নিজের বনানীর বাসায় সংবাদ সম্মেলন করে পরীমনি জড়িতদের নাম প্রকাশ করেন।
অভিনেত্রীর বক্তব্য থেকে জানা যায়, নাসির ইউ মাহমুদ নামে এক ব্যবসায়ী তার সঙ্গে এমন অশালীন আচরণ করেন। তাকে সহযোগিতা করেন অমি নামে আরেক ব্যবসায়ী। সোমবার এই দুজনের নাম উল্লেখ করে এবং আরও চারজনকে অজ্ঞাত আসামি করে মোট ছয়জনের বিরুদ্ধে সাভার থানায় মামলাও করেছেন পরীমনি।
কালের আলো/ডিএসবি/এমএম