এবারও হজে যেতে পারবেন না বাংলাদেশিরা

প্রকাশিতঃ 6:52 pm | June 12, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলোঃ

করোনা মহামারির কারণে এবারও বাংলাদেশিরা হজ পালন করতে সৌদি আরবে যেতে পারবেন না বলে জান‌িয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

শনিবার (১২ জুন) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের জ‌্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ‌্য জানানো হয়েছে।

প্রতিমন্ত্রী জানিয়েছেন, সৌদি আরব সরকার জানিয়েছে, কোভিড-১৯ করোনা মহামারি পরিস্থিতি বিবেচনায় এবারও (১৪৪২ হিজরি/২০২১ খ্রি.) সৌদি আরবের বাইরের কোন দেশ থেকে হজযাত্রীরা হজের সুযোগ পাবেন না।

সৌদি আরবের নাগরিক এবং সৌদি আরবে অবস্থানকারী অন্যান্য দেশের মুসলিমদের নিয়ে সীমিত আকারে হজ পালিত হবে।

করোনা মহামারির কারণে গত বছর বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য দেশ থেকে হজের সুযোগ ছিল না।

কালের আলো/টিআরকে/এসআইএল