শূন্য রানে সাজঘরে ফিরলেন লিটন

প্রকাশিতঃ 2:40 pm | May 23, 2021

স্পোর্টস ডেস্ক, কালের আলোঃ

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার ওয়ানডে সিরিজ। তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে ব্যাট করছে বাংলাদেশ। তবে শুরুটা ভাল হয়নি টাইগারদের। রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরেছেন ওপেনার লিটন দাস।

নিজের প্রথম ওভারেই সফল হলেন পেসার দুশমন্থ চামিরা। ওভারের তৃতীয় বলে স্লিপে দাঁড়ানো ধনাঞ্জয়া ডি সিলভার হাতে লিটনকে ক্যাচে পরিণত করেন।

লিটনের আউটের পর ব্যাট হাতে নেমেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। নেমেই চামিরাকে চার হাঁকালেন।

এ প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ১ উইকেট হারিয়ে ১২ রান। ওভার হয়েছে ৩টি। ওপেনার তামিম অপরাজিত ৮ বলে ৫ রানে। ৭ বল খেলে ৫ রানে ব্যাট করছেন সাকিব।

স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী শ্রীলংকার মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ নির্ধারিত সময়েই মাঠে গড়াচ্ছে।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

কালের আলো/টিআরকে/এসআইএল