টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রকাশিতঃ 2:24 pm | May 23, 2021

স্পোর্টস ডেস্ক, কালের আলোঃ

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার ওয়ানডে সিরিজ। তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল।

অতীতের মতোই শেরেবাংলার গ্যালারি থাকবে দর্শকশূন্য। টানা হারের স্মৃতি ভুলে জয়ের দৌড়ে ফিরতে চান টাইগার কোচ ডমিঙ্গো। তিনি বলেছেন, আমরা একটা খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলাম। কিন্তু আমাদের গত কয়েক মাসের ভুল থেকে শিখতে হবে। অতীতের দিকে তাকিয়ে থাকার কোনো যুক্তি নেই। আমরা যদি কালকের ম্যাচে নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারি, তাহলে জয়ের সুযোগ সৃষ্টি হবে।

সফরকারীরা তরুণ দল নিয়ে আসলেও বাংলাদেশ মাঠে নামছে পূর্ণ শক্তি নিয়ে। আইপিএল ফেরত সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান ফিরেছেন বাংলাদেশের একাদশে।

বাংলাদেশ দলের একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কার একাদশ: কুশল পেরেরা (অধিনায়ক), দানুশকা গুনাথিকালা, পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা, আশেন বান্দারা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, ইশুরু উদানা, লাকশান সান্দাকান ও দুষ্মন্ত চামিরা।

কালের আলো/আরএস/এমএইচএস