মিয়ানমারের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন যুক্তরাষ্ট্রের
প্রকাশিতঃ 9:21 pm | March 30, 2021

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলোঃ
যুক্তরাষ্ট্র এবার মিয়ানমারের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করেছে। গতকাল সোমবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের বাণিজ্যসংক্রান্ত প্রতিনিধি কেথরিন টাই এ ঘোষণা দেন। খুব দ্রুত এই সিদ্ধান্ত কার্যকর করা হবে বলেও ঘোষণা করেন তিনি।
টুইটারে টাই বলেন, মিয়ানমারের হিংসার কড়া নিন্দা করছি। মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে জানানো হয়েছে, যতদিন না মিয়ানমারের রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল হচ্ছে, তত দিন এই নির্দেশনা বহাল থাকবে। সাধারণ নাগরিকদের ওপর যেভাবে সেখানে অত্যাচার চলছে, তা অকল্পনীয়। শান্তিপূর্ণভাবে বিক্ষোভ দেখানো প্রতিবাদকারী, ছাত্র, কর্মী, শ্রমিকদের ওপরও অত্যাচার চলছে।
এরপরেই মিয়ানমারের সঙ্গে বাণিজ্যিক চুক্তি ছিন্ন করার সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র। জানানো হয় ১৯৯৩ সাল থেকে চলা যে দ্বিপাক্ষিক চুক্তি রয়েছে, তা স্থগিত করা হল। মিয়ানমারে নতুন স্থিতিশীল সরকার ক্ষমতায় এলে ফের চুক্তি নিয়ে চিন্তা ভাবনা করবে মার্কিন যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্র ছাড়াও যুক্তরাজ্য, জার্মানি, ইটালি, ডেনমার্ক, গ্রিস, নেদারল্যান্ডস, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়া এবং জাপানের প্রতিরক্ষা বাহিনীর প্রধানরা এরইমধ্যে অং সান সু চির মুক্তি এবং দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার দাবিতে আন্দোলনরতদের বিরুদ্ধে হত্যাযজ্ঞ চালানোয় মিয়ানমার সেনা সরকারের নিন্দা জানিয়েছে।
জাতিসংঘের মহাসচিব আন্তনিও গুতেরেস টুইট বার্তায় বলেছেন, ‘মিয়ানমারে সেনাবাহিনীর বিরামহীন অভিযান একেবারেই মেনে নেয়া যায় না। আন্তর্জাতিক মহলের খুব তাড়াতাড়ি এক হয়ে কঠোর প্রতিক্রিয়া ব্যক্ত করা দরকার।
মিয়ানমারে গণতন্ত্রপন্থী বিক্ষোভে নিরাপত্তাবাহিনীর গুলিতে নিহতের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে বলে জানিয়েছে অ্যাডভোকেসি গ্রুপ অ্যাসিসট্যান্স ফর পলিটিকাল প্রিজনারস (এএপিপি)। আহত হয়েছেন আরও বহু মানুষ।
কালের আলো/এসবিএস/এলএম