গ্যাস সরবরাহ বাড়াতে কূপের মুখে বসছে ৬০০ কোটি টাকার কম্প্রেসার
প্রকাশিতঃ 6:50 pm | August 13, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
দেশের পুরাতন গ্যাস কূপগুলোতে উৎপাদন বাড়াতে ৬০০ কোটি টাকা ব্যয়ে কম্প্রেসার স্থাপন করা হচ্ছে।
বুধবার (১৩ আগস্ট) পেট্রোবাংলার এক বার্তায় এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, তিতাস গ্যাস ফিল্ডের দুটি লোকেশনে ৬০০ কোটি টাকার বেশি ব্যয়ে কম্প্রেসার স্থাপন করা হচ্ছে।
পুরাতন গ্যাস কূপগুলোর উৎপাদন কমে যাওয়ার কারণে কূপ-মুখে গ্যাস প্রেসারও কমে যাচ্ছে। ফলে প্রসেসড গ্যাসের প্রেসার সঞ্চালন লাইনের প্রেসারের সঙ্গে মাঝে মধ্যে সামঞ্জস্যপূর্ণ হয় না। গ্যাস প্রেসার ম্যাচ করানোর জন্য কিছু গ্যাস ব্লো-ডাউন করতে হয় এবং এর ফলে গ্যাসের সরবরাহও কমে যায়।
এতে আরও বলা হয়, এই সমস্যা থেকে উত্তরণের জন্য কূপের মুখে কম্প্রেসার বসানো হচ্ছে। এর মাধ্যমে কূপগুলোর গ্যাস উৎপাদনের পরই কম্প্রেসারের মাধ্যমে প্রেসার বৃদ্ধি করে প্রসেস সম্পন্ন শেষে গ্যাস সঞ্চালন লাইনে সরবরাহ দেওয়া যাবে। কম্প্রেসার চালু হলে কূপগুলো হতে সর্বোচ্চ পরিমাণে গ্যাস উৎপাদন সম্ভব হবে।
কালের আলো/এসআর/এএএন