ট্রাম্পকে ওয়াশিংটনের ‘কুখ্যাত অপরাধী’ দাবি মাস্কের গ্রকের

প্রকাশিতঃ 6:22 pm | August 13, 2025

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো:

কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যাটবট ‘গ্রক’ বেশ কয়েকজন ব্যবহারকারীকে জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্পই হলেন ওয়াশিংটন ডিসির ‘কুখ্যাত অপরাধী’। ব্যবহারকারীকে দেওয়া তথ্যে চ্যাটবটটি আরও উল্লেখ করেছে, নিউ ইয়র্কে ব্যবসায়িক নথি জালিয়াতির জন্য ট্রাম্প ৩৪টি গুরুতর অপরাধে দোষী সাব্যস্ত ব্যক্তি।

বুধবার এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম ইনডিপেনডেন্ট। গ্রক-এর মালিক এক সময় ট্রাম্পের ঘনিষ্ট হিসেবে পরিচিত মার্কিন ধনকুবের ইলন মাস্ক।

ইনডিপেনডেন্ট জানিয়েছে, মাস্কের মালিকানাধীন আরেক প্ল্যাটফর্ম এক্স-এর মাধ্যমে কয়েকজন ব্যবহারকারী গ্রকে ওয়াশিংটনে অপরাধের প্রবণতা সম্পর্কে জানতে চান। এর জবাবে গত রোববার ও সোমবার গ্রক বেশ কয়েকজন ব্যবহারকারীকে ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে এমন তথ্য দেয়।

সোমবার ওয়াশিংটন ডিসির পুলিশ বিভাগকে কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে আনার ঘোষণা দেন ট্রাম্প। শহরে অপরাধের প্রবণতা বেড়ে গেছে উল্লেখ করে ন্যাশনাল গার্ডের সেনা মোতায়েনেরও ঘোষণা দেন। এরপরই বেশ কয়েকজন এক্স ব্যবহারকারী শহরের নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে জানতে চেয়ে গ্রক-এ প্রশ্ন করেন।

গত মাসেও অনবরত অ্যাডলফ হিটলারের প্রশংসা করে বিতর্ক তৈরি করেছিল গ্রক। রোববার সন্ধ্যায় গ্রক নিয়ে ইলন মাস্ক বলেন, ‘‘চ্যাটবটটিকে আরও বেশি ‘বেসড’ হতে হবে। এ নিয়ে কাজও করা হচ্ছে।’’ নেটিজেনদের ব্যবহৃত শব্দ ‘বেসড’ বলতে নিজের মতামতের প্রতি দৃঢ় থাকা বোঝায়।

ট্রাম্পকে নিয়ে গ্রক এমন সময় এসব তথ্য দিলো যখন, মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ইলন মাস্কের মনোমালিন্য চলছে। গত জুন মাসে ট্রাম্পের অভিশংসনের দাবি জানিয়ে এক্স-এ পোস্ট দিয়েছিলেন মাস্ক। জবাবে মাস্ককে উন্মাদ বলেছিলেন ট্রাম্প।

কালের আলো/এসএকে