দাঁড়িয়ে শিল্পীদের অভিনন্দন প্রধানমন্ত্রীর, কন্ঠ মেলালেন শেখ রেহানা

প্রকাশিতঃ 11:33 pm | March 22, 2021

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে রাজধানীর প্যারেড গ্রাউন্ডে ষষ্ঠ দিনের অনুষ্ঠান চলছিল তখন। মঞ্চে চলছিল ঋতুভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান। ‘মুজিব চিরন্তন’ অনুষ্ঠানটি দর্শক সারিতে বসে উপভোগ করছিলেন নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভাণ্ডারি, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা।

ঋতুভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান প্রচারিত হচ্ছিলো তখন তা দেখে মুগ্ধ, উল্লসিত হয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহানা।

টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠানের শেষ প্রান্তে যখন সমাপনীতে সব শিল্পীরা একত্রিত হয় তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাঁড়িয়ে তাদের অভিনন্দন জানান।

প্রধানমন্ত্রীর এ স্ট্যান্ডিং অভিয়েশন শিল্পীদের দারুণভাবে উৎসাহ যোগায়। বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা ও প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানাও দাঁড়িয়ে শিল্পীদের সঙ্গে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে দেশাত্মবোধক গানটি গান। এ যেন এক বিরল মুহুর্ত। এরপর প্রধানমন্ত্রী তাদেরকে অভিনন্দন জানিয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহানা, দুজনই মুজিববর্ষের আজকের অনুষ্ঠান প্রাণভরে উপভোগ করেছেন এবং তাদের বাঁধভাঙ্গা উচ্ছ্বাস দর্শকদের নজর এড়ায়নি।

কালের আলো/ডিএবি/এমএ