উপ সচিব হিসেবেই চাকরি জীবন শেষ করতে হবে জামালপুরের সেই ডিসির
প্রকাশিতঃ 8:02 pm | March 04, 2021

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
অফিসের একজন নারী পিয়নের সঙ্গে আপত্তিকর সম্পর্কে জড়ানোয় শাস্তি হিসাবে জামালপুরের সাবেক ডিসি বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) আহমেদ কবীরকে নিম্ন পদে নামিয়ে দেওয়া হয়েছে। তিনি আর কখনো পদোন্নতি পাবেন না, উপসচিবই থাকবেন।
বৃহস্পতিবার(০৪ মার্চ) এ–সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুণ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, জামালপুরের ঘটনায় আহমেদ কবীরকে শাস্তি হিসেবে নিম্ন পদে নামিয়ে দেওয়া হয়েছে। তার কখনো পদোন্নতি হবে না। তিনি উপসচিবই থাকবেন।
প্রসঙ্গত, ২০১৯ সালে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে জামালপুরের তৎকালীন ডিসি আহমেদ কবীরের সঙ্গে তার অফিসের এক নারী সহকর্মীকে অন্তরঙ্গ অবস্থায় দেখা যায়। এ ঘটনায় গোটা সিভিল প্রশাসনসহ দেশব্যাপী সমালোচনার জন্ম দেন ওই ডিসি।
কালের আলো/ডিএসবি/এমআরকে