ডেমরায় হাত-পা বাঁধা যুবকের লাশ
প্রকাশিতঃ 6:07 pm | July 07, 2025

ঢামেক প্রতিবেদক, কালের আলো:
ঢাকার ডেমরা আমুলিয়া মডেল টাউনের সড়ক থেকে হাত-পা বাঁধা ও গলায় ফাঁস দেওয়া অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
কে বা কারা ওই যুবককে ‘হত্যা করে’ সেখানে ফেলে রেখে গেছে বলে ধারণা করছেন ডেমরা থানার এসআই দীপংকর কুমার দেবনাথ।
আনুমানিক ২৬ বছর বয়সী ওই যুবকের পরনে ছিল কালো রঙের গেঞ্জি ও জলপাই রঙের ট্রাউজার।
এসআই দেবনাথ জানিয়েছেন, রোববার (৬ জুলাই) স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোমবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
তিনি বলেন, “খবর পেয়ে আমুলিয়া মডেল টাউনের চায়না বিদ্যুৎ প্রজেক্টের পার্শ্ববর্তী সড়ক থেকে হাত-পা বাঁধা ও গলায় কাপড়ের বেল্ট দিয়ে ফাঁস দেওয়া লাশটি উদ্ধার করা হয়েছে।”
ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর যুবকের মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন এসআই দেবনাথ।
একইসঙ্গে ওই যুবকের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে বলেও জানিয়েছেন পুলিশের এই সদস্য।
কালের আলো/এমডিএইচ