ধারাবাহিকভাবে কমছে মূল্যস্ফীতি

প্রকাশিতঃ 6:33 pm | July 07, 2025

জ্যেষ্ঠ প্রতিবেদক, কালের আলো:

ধারাবাহিকভাবে কমেই চলেছে সার্বিক মূল্যস্ফীতি। এরই ধারাবাহিকতায় চলতি বছরের জুন মাসে সাধারণ মূল্যস্ফীতির হার কমে  ৮ দশমিক ৪৮ শতাংশ। যা প্রায় তিন বছরের মধ্যে সর্বনিম্ন। এছাড়া খাদ্য খাতেও মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৭ দশমিক ৩৯ শতাংশ। এরআগে ২০২২ সালের জুলাইয়ে ৭ দশমিক ৪৮ শতাংশ মূল্যস্ফীতি হয়েছিল। পাশাপাশি খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি হয় ৯ দশমিক ৩৭ শতাংশ।

সোমবার (৭ জুলাই) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) জুনের মূল্যস্ফীতির তথ্য প্রকাশ করেছে।

বিবিএস জানায়, গত মার্চে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৩৫ শতাংশ। এরপর থেকে প্রতিমাসেই কমেছে মূল্যস্ফীতি। গত মে মাসে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক শূন্য ৫ শতাংশ। আর এপ্রিলে এই হার ছিল ৯ দশমিক ১৭ শতাংশ।

বিদায়ী ২০২৪-২৫ অর্থবছরে গড় মূল্যস্ফীতি সাড়ে ৬ শতাংশে বেঁধে রাখার সরকারের যে লক্ষ্য ছিল, তা অর্জিত হয়নি। তবে দীর্ঘ দিন পর ৮ শতাংশের ঘরে মূল্যস্ফীতি দেখলো ভোক্তা।

কালের আলো/এমডিএইচ