মাদক বিরোধী অ‌ভিযানে ট্রাক চাপায় পুলিশ সদস্যের মৃত্যুতে আইজিপি’র শোক

প্রকাশিতঃ 5:46 pm | February 14, 2021

নিজস্ব প্রতিবেদক, কালের আলোঃ

মাদকবাহী ট্রাক আটককালে ট্রাকের চাপায় ঘটনাস্থলে নিহত বাংলাদেশ পুলিশের এলিট ফোর্স র‍্যাবে কর্মরত পুলিশ সদস্য কনস্টেবল মোঃ ইদ্রিস মোল্লার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন  পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বিপিএম (বার)।

রোববার(১৪ ফেব্রুয়ারি) আইজিপি এক শোকবার্তায় বলেন, মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে কনস্টেবল মোঃ ইদ্রিস মোল্লা কর্তব্যনিষ্ঠা ও পেশাদারিত্বের যে অনুপম আদর্শ স্থাপন করে গেছেন, তা সত্যিই বিরল। তার কর্তব্যবোধ সকলের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। আমরা যখন  মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছি, তখন ইদ্রিস মোল্লার মত একজন নির্ভীক পুলিশ সদস্যের মৃত্যু অত্যন্ত দুঃখজনক।

আইজিপি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

কালের আলো/বিএস/এমআরকে