‘খালেদা জিয়াকে কারাগারে রেখে দেশে কোনো নির্বাচন হবে না’

প্রকাশিতঃ 8:15 pm | July 20, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে জেলে রেখে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না বলে মন্তব্য করে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেছেন, খালেদা জিয়াকে কারাগারে রেখে দেশে কোনো নির্বাচন হবে না।

তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে সব দলের অংশ গ্রহণে দেশে সুষ্ঠু নির্বাচন দরকার। তাই অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। প্রয়োজনে কঠোর আন্দোলনের মাধ্যমে তাকে মুক্ত করা হবে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (২০ জুলাই) দুপুরে নগরীর হরিকিশোর রায় রোডে দলীয় কার্যালয়ের সামনে এক বিক্ষোভ-সমাবেশে তিনি এসব কথা বলেন।

এ সময় সমাবেশে বক্তব্য রাখেন-দক্ষিণ জেলা বিএনপির সহ-সভাপতি ফখরুদ্দিন আহমেদ বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী রানা, শাহ শিব্বির আহমেদ বুলু, নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল আলম, শেখ আব্দুল আজিজ, জেলা বিএনপির নেতা রতন আকন্দ, লিটন আকন্দ, যুবদল সভাপতি শামীম আজাদ, সাধারণ সম্পাদক খন্দকার মাসুদ, জেলা স্বেচ্ছাসবক দলের সভাপতি শহীদুল আমিন খসরু, সাধারণ সম্পাদক তানভীরুল ইসলাম টুটুল, মহানগর স্বেচ্ছাসেবক দল সভাপতি আতাহার হোসেন তালুকদার রিপন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ফয়সাল, জেলা তাঁতিদলের সভাপতি নাজিম উদ্দিন খান, দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি মাহবুবুর রহমান রানা, সাধারণ সম্পাদক আবু দাউদ রায়হান, উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নাহিদ সালমান ডোনন, সাধারণ সম্পাদক শরীফ হায়দার হলুদ, মহানগর ছাত্রদলের সভাপতি নাইমুল করিম লুইন, সাধারণ সম্পাদক তানভীর আহমেদ রবিন প্রমুখ।

কালের আলো/এমকে/ওএইচ