টেকনাফে র‍্যাবের সঙ্গে গুলি বিনিময়কালে রোহিঙ্গা ডাকাত নিহত

প্রকাশিতঃ 2:37 pm | July 22, 2020

কালের আলো সংবাদদাতা:

কক্সবাজার জেলার টেকনাফে র‌্যাবের সঙ্গে গোলাগুলিতে মোঃ রশিদুল্লাহ (২৮) নামে এক রোহিঙ্গা ডাকাত নিহত হয়েছেন।

বুধবার(২২ জুলাই) মধ্যরাতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়া জাহাজঘাটস্থ পাহাড়ি এলাকায় ডাকাত ও র‌্যাব-১৫ এর সদস্যদের মধ্যে এই ঘটনা ঘটে। এই ঘটনায় র‌্যাবের দুই সদস্য আহত হয়েছে।

এ সময় উদ্ধার করা হয়েছে দুটি দেশীয় তৈরি লম্বা বন্দুক ও পাঁচ রাউন্ড গুলি।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ এর সহকারি পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহামমদ শেখ সাদী।

তিনি জানান, নিহত রশিদুল্লাহ হ্নীলা ইউনিয়নের লেদা রোহিঙ্গা শিবিরের শফিকুল্লাহার ছেলে। নিহত রশিদুল্লাহ রোহিঙ্গা সন্ত্রাসীদের দল খালেক গ্রুপের সদস্য।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব অভিযান চালায়। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাতেরা আকস্মিকভাবে র‌্যাবের সদস্যদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে। আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি চালায়।

পরে ঘটনাস্থলে এক ডাকাতকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় টেকনাফ মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

কালের আলো/এসবি/এমআরকে

Print Friendly, PDF & Email