টেকনাফে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ আটক ১

প্রকাশিতঃ 8:18 pm | July 20, 2020

কালের আলো সংবাদদাতা:

কক্সবাজারের টেকনাফ থেকে ৫ হাজার ৭৫০ পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র‌্যাব-১৫)।

সোমবার(২০ জুলাই) উপজেলার হোয়াইক্যং বাজার এলাকা থেকে নুরুল আলম নামের এই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

র‌্যাব-১৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজারের টেকনাফ থানার হোয়াইক্যং বাজারের দক্ষিনে কতিপয় মাদক ব্যবসায়ী মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে এমন সংবাদে অভিযান চালায় র‌্যাব। এ সময় র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় আসামী নুরুল আলমকে আটক করা হয়।

পরে উপস্থিত স্বাক্ষীদের সামনে আসামীর হাতে থাকা পলিথিন ব্যাগ তল্লাশী করে সর্বমোট ৫ হাজার ৭৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় ।

আসামী দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট কক্সবাজার জেলার টেকনাফ ও উখিয়া সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে বলে জানিয়েছে র‌্যাব।

উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য ২৮ লক্ষ ৭৫ হাজার টাকা।

গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে র‌্যাব।

কালের আলো/এসবি/এমআরকে