‘সরকারি উদ্যোগের কারণেই কমেছে শিশু মৃত্যুহার’
প্রকাশিতঃ 10:12 pm | July 14, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
সরকারের বিভিন্ন উদ্যোগের কারণেই দেশে শিশু মৃত্যুহার কমেছে বলে মন্তব্য করেছেন ময়মনসিংহ পৌরসভার মেয়র ও মহানগর আওয়ামী লীগের শীর্ষ নেতা ইকরামুল হক টিটু।
তিনি বলেন, শিশু মৃত্যুহার কমানো সরকারের একটি বড় সফলতা। শিক্ষা, স্বাস্থ্যসহ সব ক্ষেত্রেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে অভূতপূর্ব উন্নয়ন কর্মকান্ড সাধিত হয়েছে।
এরই ইতিবাচক প্রভাব পড়েছে সমাজ জীবনে। একই সঙ্গে সরকারের অব্যাহত প্রচেষ্টায় শিশু মৃত্যুহার কমে এসেছে। বিশ্বেও এই বিষয়টি প্রশংসা কুড়িয়েছে।
শনিবার (১৪ জুলাই) সকাল ১১ টার দিকে ময়মনসিংহ পৌরসভার নতুন ভবনে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের প্রথম রাউন্ডের উদ্বোধন করতে গিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় জেলা সিভিল সার্জন ডা: এ.কে.এম.আব্দুর রব উপস্থিত ছিলেন।
ময়মনসিংহ জেলা সিভিল সার্জন জানান, ময়মনসিংহে ৫ বছরের নিচে সব ছোট শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। সকাল থেকে ময়মনসিংহ নগরীসহ জেলার ১২ টি উপজেলায় বিকেল ৪ টা পর্যন্ত জেলার ৩ হাজার ৬৯৪ টি কেন্দ্রে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়াতে ভিড় করেন অভিভাবকরা।
তিনি জানান, ময়মনসিংহের ১২ উপজেলায় ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৮৯ হাজার ৭০৫ জন শিশুকে ১ লাখ আইইউ ক্ষমতা সম্পন্ন নীল রঙের ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ৮ লক্ষ ৩ হাজার ৯৮৮ জন শিশুকে ২ লাখ আইইউ ক্ষমতা সম্পন্ন লাল ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।