গফরগাঁওয়ে ইউপি চেয়ারম্যানের গাড়িসহ ৮টি চোরাই গাড়ি আটক

প্রকাশিতঃ 9:09 pm | July 14, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

ময়মনসিংহের গফরগাঁওয়ে ঢাকা উত্তর গাড়ি চোর প্রতিরোধ টিমের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার নিশাত রহমান মিথুনের নেতৃত্বে পুলিশ দিনভর অভিযান চালিয়ে ৮টি চোরাই মোটর সাইকেল আটক করেছে।

আটক মোটর সাইকেল গুলোর মধ্যে একটি গফরগাঁও উপজেলার লংগাইর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন বিপ্লবের বলে জানিয়েছে পুলিশ।

শনিবার দুপুরে অভিযান চালিয়ে গফরগাঁও প্রেসক্লাবের সামনে থেকে ইউপি চেয়ারম্যান বিপ্লবের গাড়িসহ ৮টি চোরাই গাড়ি আটক করার কথা নিশ্চিত করেছেন গাড়ি চোর প্রতিরোধ টিমের উপ-কমিমনার নিশাত রহমান। এ সময় ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন বিপ্লব নিজেকে সমকাল পত্রিকার সাংবাদিক পরিচয় দিয়েছে পুলিশ নিশ্চিত করেছে।

গফরগাঁও থানার ওসি আব্দুল আহাদ খান জানান, ডিবি পুলিশের ঢাকার একটি টিম গফরগাঁও অভিযান চালিয়ে বেশ কয়েকটি চোরাই মোটর সাইকেল আটক করে নিয়ে গেছে। তবে চোরাইকরা এ মোটর সাইকেলগুলো কারা ব্যবহার করতেন তা বলা যাচ্ছেনা।

কালের আলো/ওএইচ

Print Friendly, PDF & Email