বিএফইউজে নির্বাচনে ময়মনসিংহে জয়ী ওমর ফারুক ও শাবান মাহমুদ
প্রকাশিতঃ 1:27 am | July 14, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নির্বাচনে ময়মনসিংহে সভাপতি ও মহাসচিব পদে বিজয়ী হয়েছেন ওমর ফারুক ও শাবান মাহমুদ। তাঁরা দু’জন পেয়েছেন যথাক্রমে ৩২ ও ৩৯ ভোট।
ভোট গণনা শেষে শুক্রবার (১৩ জুলাই) সন্ধ্যা ৬ টার দিকে এই ফলাফল প্রকাশ করেন নির্বাচন কমিশনার জগদীশ চন্দ্র সরকার। এর আগে সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত বিরতহীনভাবে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ৪৩ জন ভোটারের মধ্যে ৪২ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন।
ময়মনসিংহ ইউনিট থেকে সভাপতি পদে ওমর ফারুকের নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল জলিল ভূইয়া পেয়েছেন ২ ভোট ও মোল্লা জালাল ৮ ভোট।
মহাসচিব পদে বিজয়ী শাবান মাহমুদের নিকটতম প্রতিদ্বন্দ্বী জাকারিয়া কাজল পেয়েছেন মাত্র ৩ ভোট। কোষাধ্যক্ষ পদে দীপ আজাদ ২৩ ভোট, নজরুল কবির ২ ভোট ও মধুসুধন মন্ডল পেয়েছেন ১৬ ভোট।
সদস্য পদে বিজয়ী হয়েছেন অমিত রায় ও সাহিদুল আলম খসরু। এই দু’জন পেয়েছেন যথাক্রমে ২৯ ও ১৯ ভোট। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী মোশাররফ হোসেন ১৭ ভোট ও রবীন্দ্রনাথ পাল পেয়েছেন ১১ ভোট।