করোনায় আক্রান্ত মন্ত্রী বীর বাহাদুরকে হেলিকপ্টারে ঢাকায় আনা হচ্ছে
প্রকাশিতঃ 11:20 am | June 07, 2020

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
করোনাভাইরাসে আক্রান্ত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংকে উন্নত চিকিৎসার জন্য বিমান বাহিনীর হেলিকপ্টারে ঢাকায় আনা হচ্ছে।
রোববার(০৭ জুন) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর(আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে।
এর আগে শনিবার বান্দরবানের সিভিল সার্জন ডা. অংসুইপ্রু মারমা বলেন, বান্দরবান থেকে যাদের নমুনা পরীক্ষার জন্য কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে পাঠানো হয়েছিল, শনিবার রাতে তাদের মধ্যে ৯ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। মন্ত্রী বীর বাহাদুর তাদের একজন।
‘কিছু দিন আগে মন্ত্রী শ্বাসকষ্টে ভুগছিলেন। তার ডায়বেটিসও রয়েছে। কোভিড-১৯ ধরা পড়ায় উন্নত চিকিৎসার জন্য আগামীকাল তাকে হেলিকপ্টারে ঢাকা সিএমএইচে নিয়ে যাওয়ার কথা রয়েছে।”
চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. মোস্তফা খালেদও মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংয়ের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
কালের আলো/এসবি/এমএম