রোজাদারদের ইফতার দিচ্ছে শহীদ সাঈদ আহমেদ টিপু শিক্ষা সংঘ

প্রকাশিতঃ 11:33 pm | April 29, 2020

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

কর্মহীন রোজাদারদের ইফতার দিচ্ছে শহীদ সাঈদ আহমেদ টিপু শিক্ষা সংঘ। করোনার তান্ডবে কর্মহীন হয়ে পড়া মানুষজনের পাশে দাঁড়াতে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে ইফতার বিলি করছে অরাজনৈতিক এই সংগঠনটি।

ইফতার বিলির পাশাপাশি তারা এই এলাকার বাসা বাড়ির সামনেও রেখে আসছে ইফতার সামগ্রীর বক্স। এ ইফতারকে স্থানীয় বাসিন্দারা শহীদ সাঈদ আহমেদ টিপু শিক্ষা সংঘের ‘উপহার’ হিসেবেই গ্রহণ করছেন।

বুধবার (২৯ এপ্রিল) থেকে এ ব্যতিক্রমী কর্মসূচি বাস্তবায়নে সর্বাত্নক ভূমিকা পালন করেছে স্থানীয় মোহাম্মদপুর থানা ছাত্রলীগ।

পুরো কার্যক্রমের নেতৃত্ব দিয়েছেন মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাসেল, ৩১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রিপন, তপন ও স্থানীয় ছাত্রলীগের নেতা-কর্মীরা।

আয়োজকরা জানিয়েছে, করোনার ছোবলে পবিত্র রমজানে আনন্দোৎসব নেই কোথাও। ঘরবন্দী গরিব ও অসহায় মানুষের সামনে অনিশ্চয়তা আর অজানা ভবিষ্যতের হাতছানি।

আগের রমজানসমূহে পাড়া-মহল্লার অলি গলিতে জমজমাট ইফতার সামগ্রীর বিকিকিনি চললেও এবার সেই সুযোগও নেই। ফলে কম টাকায় সামান্য ইফতার কেনার সুযোগও পাচ্ছেন না তারা।

এতে করে ইফতার সামগ্রী কিনতে না পেরে কেবলমাত্র চিড়া-মুড়ি খেয়েই রোজার ইফতার সারতে হচ্ছে অনেক পরিবারকে।

তাদের বিষয়টি মাথায় রেখেই নিজেরাই ইফতার সামগ্রী তৈরির উদ্যোগ গ্রহণ করে মোহাম্মদপুর থানা ছাত্রলীগ। আর এ কার্যক্রম তারা বাস্তবায়ন করছেন শহীদ সাঈদ আহমেদ টিপু শিক্ষা সংঘের ব্যানারে।

উদ্দেশ্য, ফ্রিডম পার্টির খুনিদের হাতে নৃশংস হত্যাকান্ডের শিকার রাজধানীর মোহাম্মদপুর সরকারি কলেজের (আগের নাম সরকারি কমার্শিয়াল কলেজ) নির্বাচিত ভিপি ও সাবেক তুখোর ছাত্রলীগ নেতা শহীদ সাঈদ আহমেদ টিপু’র আত্নার মাগফেরাত কামনা।

আয়োজকরা জানান, তাদের হাতে তৈরি ইফতার সামগ্রীতেও বৈচিত্র্য আনা হয়েছে। আবার ইফতার সামগ্রী বিলির সময় লোক সমাগম যাতে বেশি না হয় সেদিকেও নজর দেওয়া হচ্ছে। রোজাদারদের মুখে খাবার তুলে দিতে তাদের এই কর্মপ্রয়াস প্রশংসিত হচ্ছে।

স্থানীয়রা জানায়, স্থানীয় সমাজ সেবামূলক প্রতিটি কর্মসূচিতেই সক্রিয় রয়েছে শহীদ সাঈদ আহমেদ টিপু শিক্ষা সংঘ। মরণঘাতী করোনাভাইরাস সংক্রমণ ঠেকানোর পাশাপাশি জনসচেতনতা তৈরিতেও বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে সংগঠনটি।

ওই সময় রাজধানীর মোহাম্মদপুর এলাকায় পথচারী ও স্থানীয় বাসিন্দাদের হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধোয়ানোর ব্যবস্থা করে। করোনা সঙ্কটে মানবিক দিক থেকেই মোহাম্মদপুরসহ আশেপাশের এলাকায় দুস্থ ও শ্রমজীবী মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

কালের আলো/জেপি/এমসি