ময়মনসিংহে অসহায়দের ঘরে ঘরে বিনামূল্যে সবজি পৌঁছে দিচ্ছে মহানগর ছাত্রলীগ

প্রকাশিতঃ 10:02 pm | April 14, 2020

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

করোনাভাইরাস সংক্রমণের কারনে ঘরবন্দি হয়ে পড়েছে মানুষ। অসহায় জীবন যাপন করছে দিনমজুর ও খেটে খাওয়া মানুষেরা। এই অবস্থায় ময়মনসিংহে অসহায় দিনমজুর ও ঘরবন্দী সাধারণ মানুষের ঘরে ঘরে গিয়ে সবজি পৌঁছে দিচ্ছেন জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও মহানগর ছাত্রলীগ নেতা নওশেল আহমেদ অনি।

মঙ্গলবার(১৪ এপ্রিল) নগরীর হাজীবাড়ি, রহমতপুর, গন্দ্রপা, কৃষ্টপুরসহ বিভিন্ন এলাকায় মাইকিং করে বেগুন, পটল, ঢেরস, টমেটো, ডাটা, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, পুইশাকসহ নানা ধরনের শাকসবজি বিনামূল্যে বিতরণ করেন এ ছাত্রলীগ নেতা।

এ বিষয়ে নওশেল আহমেদ অনি বলেন, ‘দেশের এই দুঃসময়ে অসহায় মানুষের পাশে দাঁড়াতে কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি জয় ভাই ও সাধারণ সম্পাদক লেখক ভাই নির্দেশ নিয়েছেন। সে প্রেক্ষিতেই ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নগরপিতা ইকরামুল হক টিটু ভাইয়ের পরামর্শে গত রোববার (১২ এপ্রিল) থেকে ঘরে ঘরে গিয়ে আমরা বিনামূল্যে সবজি পৌঁছে দিচ্ছি। পর্যায়ক্রমে নগরের ৩৩টি ওয়ার্ডে এই কার্যক্রম চালিয়ে যাব ইনশাআল্লাহ।’

কালের আলো/একে/এমএইচএ