সরকার দেশের জনগণকে এক ঘরে করে রেখেছে: ময়মনসিংহে ন্যান্সি

প্রকাশিতঃ 11:40 pm | June 03, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

সরকার দেশের জনগণকে একঘরে করে রেখেছে বলে অভিযোগ করেছেন হালের জনপ্রিয় কন্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি।

তিনি বলেন, একটি মিথ্যা মামলায় তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে জেলে আটকে রাখা হয়েছে। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে আসতে দেয়া হচ্ছে না। মামলা হামলায় দেশে অচল অবস্থা সৃষ্টি করে রাখা হয়েছে। এ অবস্থার মধ্য দিয়ে সরকার দেশের জনগনকে এক ঘরে করে রেখেছে।

রোববার সন্ধ্যায় নগরীর টাউন হলে বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৭ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দক্ষিণ জেলা যুবদল আয়োজিত আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জ্বালানী প্রতিমন্ত্রী একেএম মোশাররফ হোসেন। দক্ষিণ জেলা যুবদল সভাপতি শামীম আজাদের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন নগর বিএনপি’র সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নূরুল হক, বিএনপি নেতা কাজী রানা, শেখ আজিজ, দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল কবির মামুন, জেলা ছাত্রদল নেতা তানভীরুল ইসলাম টুটুল প্রমুখ।

কালের আলো/এমকে/ওএইচ

** দ্রুত খবর জানতে ও পেতে কালের আলো’র ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: KalerAlo/Facebook

Print Friendly, PDF & Email