ময়মনসিংহে টাকা ভাগাভগি নিয়ে বন্ধুদের হাতে ভাঙ্গারী ব্যবসায়ী খুন
প্রকাশিতঃ 11:11 pm | June 03, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
ময়মনসিংহে ভাঙ্গারী ব্যবসার ভাগাভাগি নিয়ে বন্ধুদের হাতে ছুরিকাঘাতে খুন হয়েছে হীরা (৩০) নামে এক ভাঙ্গারী ব্যবসায়ী।
রোববার রাত সাড়ে ৯ টার দিকে নগরীর নাসিরাবাদ কলেজ সংলগ্ন বিক্রমপুর পট্টি এলাকায় এ ঘটনা ঘটে।
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম কালের আলোকে জানান, ভাঙ্গারী ব্যবসার চার হাজার টাকা ভাগাভাগি নিয়ে বন্ধুদের সঙ্গে হীরার বাক বিতণ্ডা হয়। এক পর্যায়ে পলাশ ও নাহিদের নেতৃত্বে কয়েকজন তাকে ছুরিকাঘাত করে।
পরে তাকে আশংকাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে বলেও জানান ওসি।
কালের আলো/ওএইচ