আইপিএলে সাকিবকে ছেড়ে দিল কলকাতা
প্রকাশিতঃ 10:50 pm | January 03, 2018
স্পোর্টস ডেস্ক: ২০১১ সাল থেকে শুরু করে টানা সাত বছর কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) হয়ে আইপিএল খেলেছেন সাকিব আল হাসান। লম্বা সময় ধরে চলা এ বাঁধনটা শেষ পর্যন্ত বিচ্ছেদ ঘটলো। এবারের আইপিএলে কলকাতা ছেড়ে দিচ্ছে সাকিবকে। টানা সাত বছর পর আবারও নিলামে উঠতে হচ্ছে সাকিব আল হাসানকে।
আগামী ২৭ ও ২৮ জানুয়ারি আইপিএলের নিলামে নির্ধারিত হবে সাকিব কোন দলের হয়ে আইপিএলের হয়ে খেলছেন। গতবারও সাকিবকে তার ২ কোটি ৮০ লাখ রুপির দাম শোধ করে রেখে দিয়েছিল কলকাতা। এবার বিশ্বসেরা অলরাউন্ডারকে আর ধরে রাখবে না কেকেআর, তা আগে থেকেই অনুমান করা যাচ্ছিল।
আইপিএলের নিলামে বাংলাদেশের ৮ ক্রিকেটার
বিসিবির পাঠানো তালিকা বলে দিচ্ছে, সত্যিই কলকাতা আর ধরে রাখছে না সাকিবকে। অবশ্য তাকে নিলাম থেকে কেনার সুযোগ আবারও থাকল কেকেআরের। তারা কিনবে কি না, নিলামে কত দূর পর্যন্ত যাবে সাকিবের জন্য, সেটাই দেখার। গতবার পুরো মৌসুমে সাকিব মাত্র এক ম্যাচ খেলেছিলেন আইপিএলে। ১ রানে অপরাজিত ছিলেন, বল হাতে ৩ ওভারে ৩১ রান দিয়ে উইকেটশূন্য।
গতবারের চেয়ে এবারের হিসাবটা যদিও ভিন্ন। ২০১৭ আইপিএলে কেকেআর ১৪ জন খেলোয়াড় ধরে রাখতে পেরেছিল। এবার এই সুযোগটা নেই। দলগুলো নিলামের আগে সর্বোচ্চ তিনজন করে খেলোয়াড় ধরে রাখার সুযোগ পেয়েছে। বাকিদের ছেড়ে দিতে হয়েছে।