ময়মনসিংহে র‌্যাবের হাতে বিদেশি পিস্তল ও গুলিসহ আটক ২

প্রকাশিতঃ 6:38 pm | May 17, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

ময়মনসিংহের গফরগাঁও থেকে বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলিসহ আনিসুর রহমান (৫৯) ও আতিক (৫২) নামের দু’জনকে আটক করেছে র‌্যাপিড একশান ব্যাটালিয়ন (র‌্যাব)-১৪।

বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-১৪’র কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অপারেশন অফিসার এএসপি হাফিজুল ইসলাম বাবু এ তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার পাগলা থানার ছাপিলা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি ও দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

দীর্ঘদিন যাবত তারা দেশের বিভিন্ন স্থান থেকে অবৈধ অস্ত্র এনে ওই এলাকায় ব্যবসা চালাচ্ছিলেন বলেও জানান এএসপি হাফিজুল ইসলাম বাবু।

কালের আলো/ওএইচ