‘মাহে রমজানের পবিত্রতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করুন’

প্রকাশিতঃ 6:13 pm | May 17, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
ময়মনসিংহে মাহে রমজান মাসের পবিত্রতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার আহবান জানিয়েছেন ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় পরিচালক মো: মহিউদ্দিন চৌধুরী। সকালে নগরীতে বর্নাঢ্য র‌্যালি শেষে টাউন হল মোড়ে এক সমাবেশে তিনি এ আহবান জানান।

সমাবেশে মো: মহিউদ্দিন চৌধুরী বলেন, পবিত্র মাহে রমজান যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপনের লক্ষ্যে ধর্ম মন্ত্রণালয় ও তার আওতাধীন সংস্থাসমূহ ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। এই র‌্যালি ও সমাবেশ সেই কার্যক্রমেরই অংশ। তাই পবিত্র রমজান উপলক্ষ্যে দিনের বেলা পানাহার বন্ধ রাখা, খাদ্যে ভেজাল মেশানো, দ্রব্যমূল্য বৃদ্ধি ও মাদকের ব্যবহার থেকে সবাইকে বিরত থাকুন। সেই সাথে যাকাত আদায়, জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে সচেতন থাকা, গরীব অসহায়দের সাহায্য করা, রাস্তাঘাট ও ফুটপাতসহ সার্বিক পরিবেশ পরিচ্ছন্ন রাখারও উপর গুরুত্ব দিন।

র‌্যালি ও সমাবেশে উপস্থিত ছিলেন ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোহসীন উদ্দিন, ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় পরিচালক মো: মহিউদ্দিন চৌধুরী’সহ বিভিন্ন মসজিদ ও মাদ্রাসার ইমাম মুয়াজ্জিনগণ।