বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু শুক্রবার
প্রকাশিতঃ 2:45 pm | January 16, 2020

কালের আলো ডেস্ক:
টঙ্গীর তুরাগপাড়ে আগামীকাল শুক্রবার শুরু হচ্ছে তাবলীগ জামাতের বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব।
এরই মধ্যে সম্পন্ন হয়েছে ইজতেমা ময়দানের পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ। এ পর্বেও অংশগ্রহণ করছেন দেশ-বিদেশের সাদ কান্ধলভিপন্থি মুসল্লিরা।
তিনদিনের দ্বিতীয় দফার ইজতেমা আগামী রবিবার আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে।
গত ১০ জানুয়ারি বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হয়ে ১২ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে তা শেষ হয়।
এদিকে, ইজতেমার দ্বিতীয় পর্বেও নিরাপত্তার জন্য প্রথম পর্বের ন্যায় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এই পর্বেও বাড়তি নিরাপত্তার জন্য সাদা পোশাকে পুলিশ টহল থাকবে।
ইজতেমার প্রথম পর্বের আবর্জনা পরিষ্কার করে ময়দানকে দ্বিতীয় পর্বের উপযোগী করা হয়েছে বলে জানিয়েছেন সিটি মেয়র জাহাঙ্গীর আলম।
তুরাগ নদীর তীরে ইজতেমা ময়দানে স্থান সংকুলান না হওয়ায় ২০১১ সাল থেকে দুই পর্বে এ বৃহৎ ধর্মীয় জমায়েত অনুষ্ঠিত হয়ে আসছে।
গত বছর থেকে বাংলাদেশের মাওলানা জোবায়ের ও দিল্লির মাওলানা সাদ কান্ধলভির অনুসারীরা দুই পর্বে আলাদাভাবে ইজতেমা আয়োজন করছে।
আগামী ১৯ জানুয়ারি রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা।
কালের আলো/এসএস/এডিবি