ময়মনসিংহে দাখিল পরীক্ষায় ফেল করায় ছাত্রীর আত্মহত্যা
প্রকাশিতঃ 10:26 pm | May 06, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
ময়মনসিংহের ফুলপুর উপজেলার আইটকান্দি ইউনিয়নে দাখিল পরীক্ষায় ফেল করায় মনি আক্তার নামে এক পরীক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
রোববার (০৬ মে) দুপুরে ইউনিয়নের মারাদেওরা গ্রামে এ ঘটনা ঘটে। সন্ধ্যায় ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে পুলিশ। মনি একই গ্রামের মঞ্জুরুল হকের মেয়ে।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মাহাবুব আলম জানান, এ বছর স্থানীয় ইছবপুর দাখিল মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় অংশ নেয় মনি। দুপুরে ফলাফল প্রকাশের পর অকৃতকার্য হয়েছে জানতে পেরে নিজ বসত ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে মনি। মৃত্যুর আগে একটি চিরকুট লিখে রেখে যায়, তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।
স্থানীয় প্রতিবেশী শহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, পাশাপাশি বাড়ির লিপি আক্তার, লাইলী আক্তার ও মনি আক্তার এবারের দাখিল পরীক্ষায় অংশ নেয়। দুপুরে ফল প্রকাশ হলে তারা তিনজন একত্রে মোবাইলে খবর নিয়ে জানতে পারে লিপি ছাড়া বাকি দু’জন অকৃতকার্য হয়েছে। এতে মনি ভেঙে পড়েছিল।
কালের আলো/এসকে