বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিন আজ

প্রকাশিতঃ 10:00 am | January 11, 2020

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিন। টঙ্গীর তুরাগ নদীর তীরে শুক্রবার (১০ জানুয়ারি) ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় তিন দিনব্যাপী ইজতেমা।

গতকাল লাখো মুসল্লি আদায় করেন জুমার নামাজ। রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে প্রথম পর্ব।

বিশ্বইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হবে আগামী ১৭ জানুয়ারি।

এর আগে বুধ ও বৃহস্পতিবার থেকে দুর দুরান্ত থেকে ইজতেমা মাঠে জড়ো হতে শুরু করেন মুসল্লিরা। প্রথম পর্বে অংশ নিচ্ছেন মাওলানা সাদবিরোধী হিসেবে পরিচিত মাওলানা জুবায়েরের অনুসারীরা।

এর চার দিন পর ১৭ই জানুয়ারি সাদ অনুসারীরা ইজতেমা শুরু করবেন। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ১৯শে জানুয়ারি শেষ হবে এবারের ৫৫তম বিশ্ব ইজতেমা।

কালের আলো/এমএম/এডিবি