আতিকুল সমাজবদলে পাশে চান তরুণদের, জানালেন সততা-নিষ্ঠার গুরুত্ব
প্রকাশিতঃ 9:26 pm | January 04, 2020

কালের আলো টিম:
সততা, নিষ্ঠা এবং একাগ্রতা থাকলে কেউ দাবিয়ে রাখতে পারবে না বলে মনে করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সদ্য বিদায়ী মেয়র ও আগামী ৩০ জানুয়ারির ভোটে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আতিকুল ইসলাম।
আরও পড়ুন: মায়ের কাছ থেকেই ‘মিতব্যয়ী’ হওয়ার শিক্ষা পেয়েছেন সাবেক মেয়র আতিকুল
তিনি বলেন, ‘আজকে তোমরা যে সুযোগ পেয়েছো। আমি বলবো, স্কিল ডেভেলাপমেন্ট ছাড়া আর কোন কাজ নেই তোমাদের। আমরা সবাই জিপিএ ফাইভ পাবো। যারা গোল্ডেন এ পাচ্ছে তাদের আমি সাধুবাদ জানাই। যারা ভার্সিটিতে পড়ছো তাদের সাধুবাদ জানাই। কিন্তু আমি মনে করি, অনুশীলনের কোন বিকল্প নেই, এটিকে আমাদের ধরে রাখতে হবে।’
শনিবার (৪ জানুয়ারি) মিরপুর ইনডোর স্টেডিয়ামে নিজের বলার মতো একটি গল্প ফাউন্ডেশনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও উদ্যোক্তা সম্মেলনে উদ্বোধনকালে নিজের জীবনের সফলতার গল্প বলার পাশাপাশি সমাজ বদলেও তরুণদের পাশে চান এ নগর সেবক।
দেশের উদ্যোক্তা বিষয়ক অনলাইন প্রশিক্ষণ কার্যক্রম নিজের বলার মতো একটি গল্প’র তৃতীয় বর্ষে পদার্পণ ও দুই লাখ তরুণ-তরুণীকে বিনামূল্যে প্রশিক্ষণ প্রদান উপলক্ষে ৪ হাজার শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত এই উদ্যোক্তা সম্মেলনের আয়োজক ইকবাল বাহার বলেন, ‘এখান থেকে দুই হাজার উদ্যোক্তা বের হয়েছে। তার মধ্যে ২০০ জন হয়েছেন নারী উদ্যোক্তা।’
আরও পড়ুন: শুন্য থেকে কীভাবে শিখরে পৌঁছেছেন, জানালেন মেয়র আতিকুল ইসলাম

কীভাবে সুন্দর ঢাকা সিটি?
৯ মাস ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়রের দায়িত্ব পালন করেন আতিকুল ইসলাম। এক মুহুর্তও অলস বসে না থেকে নিবিষ্টমনে কাজ করছেন ঢাকাকে আধুনিকায়নের পাশাপাশি বদলে দিতে। দিনবদলের ঢাকার অগ্রযাত্রায় উদ্যমী তারুণ্যকে বরাবরই পাশে পেয়েছেন সৃষ্টিশীল এ নগর পিতা।
তিনি বলেন, ‘আপনারা আমাকে ভোট দিয়েছিলেন। আমি ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র হিসেবে ছিলাম। এটি একটি চ্যালেঞ্জিং পেশা। তবে আমি বলি, যদি ইচ্ছা থাকে, যদি সকল নাগরিকের সহযোগিতা পাওয়া যায় তাহলে একটি সুন্দর ঢাকা সিটি আমরা গড়তো পারবো ইনশাআল্লাহ।’
কালশি খাল থেকে ৮০ ট্রাক ডাবের খোসা
ডিএনসিসির সদ্য বিদায়ী মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘আমি যখন মিরপুরের কালশি খাল পরিস্কার করতে যাই। আমি পেপারে দেখলাম একটু বৃষ্টি হলেই কালশি রোড ডুবে যায়, গাড়ি ডুবে যায়। সেই কালশি খাল যখন পরিস্কার করতে গেলাম, সেখানে গিয়ে দেখলাম- সেই খালে বিছানার ঝাজিম, সোফা, টেলিভিশন ফ্রিজ।
এবং ৮০ ট্রাক ডাবের খোসা উদ্ধার করা হলো সেই কালশি খাল থেকে। আমার কথা হচ্ছে- কালশি খাল তো পানি যাওয়ার জন্য, এটা তো ময়লা ফেলার জন্য নয়…আমরা সবাই বাংলাদেশের নাগরিক। তবে আমাদের সবাইকে সুনাগরিক হতে হবে, সুনাগরিকের কোন বিকল্প নেই।
আসুন আমরা সবাই বুকে হাত দিয়ে প্রতিজ্ঞা করি আমরা সবাই সুনাগরিক হবো। সুনাগরিকরা কোনদিন রাস্তায় ময়লা ফেলতে পারেনা। সুনাগরিকরা মা-বাবাকে শ্রদ্ধা করবে, সুনাগরিকরা ছোটদের ভালোবাসবে, স্নেহ করবে। সুনাগরিকরা দেশের আইন মেনে চলবে, দেশের সবাইকে নিয়ে ভাববে।’

বঙ্গবন্ধু দেশের মানুষের জন্য কারাবরণ করেছেন
বঙ্গবন্ধু অন্ত:প্রাণ ডিএনসিসির সাবেক মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, ‘বাংলাদেশে আজকে মুজিব বর্ষ হতে চলেছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। যে জাতির জনক নিজের জন্য কিছু করেননি, সারা জীবন তিনি এই দেশের জন্য, দেশের মানুষের জন্য জেল খেটেছেন।
আসুন এই মুজিববর্ষে আমাদের প্রতিজ্ঞা হোক এই দেশকে কীভাবে আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে পারি। এই সিটিকে এগিয়ে নেওয়ার জন্য আমরাই কিন্তু যথেষ্ট। শুধু মানসিকতার পরিবর্তন প্রয়োজন। যদি আমরা মানসিকতা পরিবর্তন করতে পারি তাহলে এই সিটিকে একটি সুন্দর সিটি হিসেবে আমরা গড়ে তুলতে পারবো। আগামী ৩০ জানুয়ারির নির্বাচন আমি আপনাদের কাছে দোয়া চাই, ভালোবাসা চাই।
কালের আলো/সিএইচ/এমএইচ/এমএএএমকে