ময়মনসিংহে লেগুনা উল্টে নিহত ১
প্রকাশিতঃ 8:44 pm | April 15, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
ময়মনসিংহের ত্রিশালে একটি লেগুনা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে অজ্ঞাত এক ব্যক্তি (৩৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিন যাত্রী।
রোববার দুপুরে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের উপজেলার সাইনবোর্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ত্রিশাল থানার উপ-পরিদর্শক (এসআই) পলাশ ব্যানার্জী জানান, দুপুরে ঢাকা থেকে ময়মনসিংহগামী একটি লেগুনা স্থানীয় সাইনবোর্ড এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই অজ্ঞাত এক যাত্রী (৩৫) নিহত হন। আহত হন তিনজন।
আহত তিন জনের মধ্যে দু’জনকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে। তবে আহত অজ্ঞাত (৪০) একজনের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কালের আলো/এসএ