সকল মানুষ ঐক্যবদ্ধ হয়ে উন্নত বাংলাদেশ গড়বো: আসাদুজ্জামান নূর

প্রকাশিতঃ 5:36 pm | April 14, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

সকল মানুষ ঐক্যবদ্ধ হয়ে উন্নত বাংলাদেশ গড়বো বলে মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর।

শনিবার নববর্ষ বরণ করে নেয়ার পর মঙ্গল শোভাযাত্রা শেষে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেছেন, ‘‘গত বছর আমরা ইউনেস্কোর যে স্বীকৃতি পেয়েছি, এটি আমাদের আন্তর্জাতিক মর্যাদা বৃদ্ধি করেছে। নতুন বছরে আমাদের প্রতিজ্ঞা হোক- সকল মানুষ ঐক্যবদ্ধ হয়ে উন্নত বাংলাদেশ গড়বো। উৎসবের মধ্যে দিয়েই আমাদের আগামীর বাংলাদেশ গড়ে উঠবে।’’

মন্ত্রী আরও বলেন, ‘‘সবাইকে নববর্ষের শুভেচ্ছা। পহেলা বৈশাখ বাংলাদেশের সকল ধর্ম, সকল বর্ণ, সকল গোষ্ঠী এবং সকল মানুষের অসাম্প্রদায়িক একটি উৎসব। ঘুরে ঘুরে প্রতিবছর এ দিনটি উদযাপিত হয়।’

এ বছর শুধু ঢাকায় নয়, সারা দেশে এ দিনটি যেনো পালন করা হয় সে ব্যাপারে সবাইকে আহ্বান জানিয়েছেন তিনি।

এর আগে, ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’ প্রতিপাদ্য ও মর্মবাণী ধারণ করে সম্পন্ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আয়োজনে মঙ্গল শোভাযাত্রা।

শনিবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখের দিন সকাল ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের নেতৃত্বে চারুকলা অনুষদ থেকে বের হয় মঙ্গল শোভাযাত্রা। চারুকলার গেট দিয়ে বের হয়ে টিএসসি ঘুরে রূপসী বাংলা হোটেলের সামনের রাস্তা দিয়ে ফের চারুকলায় এসে শোভাযাত্রা শেষ হয়। সকাল ১০টার দিকে শোভাযাত্রা চারুকলায় ফিরে আসে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের পাশাপাশি হাজারো মানুষ অংশ নেয় এ শোভাযাত্রায়।

কালের আলো/ওএইচ