বর্ণিল আয়োজনে ময়মনসিংহে বর্ষবরণ
প্রকাশিতঃ 5:31 pm | April 14, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
বছর ঘুরে আবারো উৎসবের রঙে রাঙাতে এসেছে পহেলা বৈশাখ। ভোরের নবীন সূর্য পূর্ব আকাশে উঁকি দেওয়ার সঙ্গে সঙ্গেই চেনা সেই প্রাণের সুরে জেগে উঠে ময়মনসিংহবাসীও। পুরানোকে পেছনে ঠেলে নতুনের আহবানে উদ্দীপ্ত সবার কন্ঠে উচ্চারিত হয়েছে ‘এসো হে বৈশাখ, এসো এসো।’
নতুন বর্ষকে বরণের এ আনন্দে মেতে ওঠে শিশু থেকে বুড়ো, তরুণ-তরুণী। প্রাণের উচ্ছ্বাসের বাতাবরণে যেন হার মানে তাপ প্রবাহ। বাংলা এ নতুন বছরে সৃষ্টি সুখের উল্লাসে গোটা নগরে চলছে উৎসবের আবহ। নতুন স্বপ্ন, নতুন প্রত্যাশা আর নতুন সম্ভাবনার পানসিতে চড়ে ঘর ছেড়ে বেরিয়ে এসেছে হাজার হাজার মানুষ।
এসব মানুষের যেন প্রধান ঠিকানা হয়ে উঠেছে নগরের শিল্পাচার্য জয়নুল উদ্যান। ব্রহ্মপুত্র নদছোঁয়া এ উদ্যানে আনন্দে ঘুরে বেড়ানোসহ সেলফি ও ছবি তোলায় ব্যস্ত ছিল নগরবাসী।
আবার কেউ কেউ প্রিয়জন, পরিবারসমেত, বন্ধু-সহকর্মীদের নিয়ে ছুটেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেন কিংবা নগরের বিপিন পার্কে।
এসব বিনোদন কেন্দ্র গুলোতে বর্ণিল ফতুয়া আর নকশাতোলা সাদা পাঞ্জাবিতে দেখা গেছে তরুণ-যুবাদের। আলপনাময় শাড়িতে খোঁপায় ফুল নিয়ে ললনারা রঙিন সাজে নিজেদের উপস্থাপন করেছেন। উদ্যমী তারুণরা দল বেধে পান্তা-শুটকি ভর্তা খেয়েছে মাটিতে চাদর বিছিয়ে।
বাঙালির প্রাণের এ উৎসবে বিলুপ্ত প্রায় অনেক কৃষ্টি-সংস্কৃতির সঙ্গেও মেলবন্ধন ঘটিয়েছে। নাগরদোলা, চরকিতে বৈশাখের আনন্দ খুঁজেছেন কেউ কেউ। আবার মাটির হাঁড়ি-পাতিলসহ হরেক রকমের জিনিসপত্র কিনতে নগরের শিল্পাচার্য জয়নুল উদ্যান ও উম্মেদ আলী মাঠের বৈশাখী মেলায় ভিড় করেছেন অনেকেই।
এতে অনাদরে থাকা মৃৎশিল্পের কদর বাড়িয়েছে পহেলা বৈশাখ। ঘরে ঘরে মুড়ি-মুড়কি, খৈ, মিষ্টি, পিঠা, পায়েসের আয়োজনের মাধ্যমে ইট-পাথরের যান্ত্রিক নগরে বরণ করা হয়েছে বাংলা নতুন বছরকে।
উৎসব আয়োজনে বাংলা নববর্ষ ১৪২৫ কে বরণ করে নিতে প্রতিবারের মতো এবারো জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট’র ব্যবস্থাপনায় ও জেলা প্রশাসনের আয়োজনে শনিবার (১৪ এপ্রিল) সকালে নগরে বের হয় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা।
বাঙালির ঐতিহ্যের শিল্পকর্ম কুড়েঘর, পাখ-পাখালি ও বিভিন্ন প্রাণীর প্রতিকৃতি ঠাঁই পায় এ শোভাযাত্রায়।
ঢাক-ঢোলের তালে নাচ-গান প্রাণ দিয়েছে পুরো মঙ্গল শোভাযাত্রাকে। প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ এ শোভাযাত্রাটি নগরের স্টেশন রোড এলাকা থেকে শুরু হয়ে জয়নুল উদ্যানের বৈশাখী মঞ্চের সামনে গিয়ে শেষ হয়।
মঙ্গল শোভাযাত্রায় উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জি এম সালেহ উদ্দিন, জেলা প্রশাসক (ডিসি) ড. সুভাষ চন্দ্র বিশ্বাস, জেলা পুলিশ সুপার (এসপি) সৈয়দ নুরুল ইসলাম, ময়মনসিংহ পৌরসভার মেয়র মো. ইকরামুল হক টিটু, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক অধ্যাপক আমির আহম্মেদ চৌধুরী রতন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মহসিন উদ্দিন প্রমুখ।
কালের আলো/ওএইচ