চৌগাছা উপজেলা আ’লীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হলেন অমিত

প্রকাশিতঃ 9:10 pm | October 30, 2019

কালের আলো প্রতিবেদক:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি অমিত কুমার বসু নবগঠিত যশোর জেলার চৌগাছা উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নিযুক্ত হয়েছেন। ৭১ সদস্য বিশিষ্ট এই কমিটিতে এসএম হাবিবুর রহমানকে সভাপতি ও মো. মেহেদী মাসুদ চৌধুরীকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। সম্প্রতি যশোর জেলা আওয়ামা লীগ এই কমিটির অনুমোদন দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির দফতরে পাঠিয়েছে।

অমিত কুমার বসু কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য ছাড়াও চবি ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও যশোরের চৌগাছা পৌরসভা ছাত্রলীগের প্রথম আহ্বায়ক কমিটির সদস্য সচিব এবং চৌগাছা সদর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদকেরও দায়িত্ব পালন করেছেন।

সর্বশেষ জাতীয় নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির দপ্তর বিষয়ক উপ-কমিটির সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

চট্টগ্রাম বিশ্নবিদ্যালয় থেকে সমাজতত্ত্ব বিভাগ থেকে স্নাতোকোত্তর ডিগ্রিধারী অমিত বর্তমানে ‘গ্রামীণ রাজনীতিতে আত্মীয়তা সম্পর্কের প্রভাব’ শীর্ষক এমফিল গবেষণায় অধ্যয়নরত। চৌগাছার অসিত কুমার বসু ও অঞ্জলি রাণী বসুর একমাত্র ছেলে অমিত কুমার বসু স্কুল জীবন থেকে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত।

কালের আলো/এনআর/এমএম