গোপালগঞ্জের পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন স্বরাষ্ট্র-ক্রীড়া উপদেষ্টা

প্রকাশিতঃ 8:03 pm | July 16, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে গোপালগঞ্জে ব্যাপক সংঘর্ষ ও হামলা-পাল্টাহামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বেশ কয়েকজনের হতাহতের খবর পাওয়া গেছে।

হামলার পর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, আখতার হোসেন, হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলমসহ শীর্ষ নেতারা আটকা পড়েন। পরে তাদের সেনাবাহিনী ও পুলিশের পাহারায় গোপালগঞ্জ থেকে বের করে নিয়ে আসা হয়।

এদিকে এ ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে গোপালগঞ্জে কারফিউ জারি করে অন্তর্বর্তী সরকার। বুধবার (১৬ জুলাই) রাত ৮টা থেকে আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত এ কারফিউ জারি থাকবে।

এসব বিষয়ে পুলিশ কন্ট্রোল রুম থেকে পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানরা।

বুধবার (১৬ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এ তথ্য জানান উপদেষ্টা আসিফ মাহমুদ।

তার ফেসবুক আইডিতে বলা হয়, ‘গোপালগঞ্জে কারফিউ জারি করা হয়েছে। জীবন-মৃত্যুর মতো পরিস্থিতি না হলে সাধারণ জনগণ কেউ ঘর থেকে বের হবেন না।

সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে। নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসীদের … ভেঙে দেওয়া হবে।

পুলিশ কন্ট্রোল রুম থেকে সবকিছু মনিটরিং এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা, যুব ও ক্রীড়া উপদেষ্টাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানরা।’

কালের আলো/এমএএইচএন