শাহবাগ ব্লক করেছে এনসিপি ও বৈষম্যবিরোধীরা, সড়কে যানজট
প্রকাশিতঃ 6:19 pm | July 16, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড় ব্লক করেছেন এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
বুধবার (১৬ জুলাই) বিকেল সোয়া পাঁচটার দিকে এ অবরোধ কর্মসূচি শুরু করেন তারা। এতে শাহবাগ মোড় ও আশপাশের এলাকার সড়কে যানজট দেখা দিয়েছে।
এসময় নেতাকর্মীরা ‘লীগ ধর, জেলে ভর’, ‘বিপ্লবীদের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘এনসিপির অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘গোপালগঞ্জে হামলা কেন? ইন্টেরিম জবাব দে’, ইত্যাদি স্লোগান দেন।
জানতে চাইলে এনসিপির যুগ্ম সদস্যসচিব মোল্লা মোহাম্মদ ফারুকী এহসান বলেন, আজকে গোপালগঞ্জে প্রশাসন চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। তাদের ব্যর্থতার কারণেই আমাদের সহযোদ্ধাদের উপর আওয়ামী লীগের লোকজন হামলা করার সাহস দেখিয়েছে। প্রশাসনের এই ব্যর্থতার প্রতিবাদে আমাদের আজকের এই অবরোধ।
কর্মসূচিতে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আব্দুল কাদেরসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত রয়েছেন।
কালের আলো/এএএন