আবরার হত্যার প্রতিবাদে উত্তাল সারাদেশ
প্রকাশিতঃ 2:12 pm | October 08, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেধাবী ছাত্র আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে উত্তাল হয়েছে সারাদেশ। দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে অতিদ্রুত খুনিদের গ্রেফতার ও তাদের সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়েছে। দেশব্যাপী এসব কর্মসূচিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ছাড়াও সব শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।
আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে মঙ্গলবার(০৮ অক্টোবর) দুপুরে যশোর প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সাধারণ ছাত্র পরিষদ, যশোরের আয়োজনে দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন পরিষদের আহ্বায়ক আফরোজ সুলতানা মৌ, যুগ্ম আহ্বায়ক আশিক ইকবাল, আরিফ খান, নুসরাত নাজনীন, অলিক মোহাম্মদ প্রমুখ।
মানববন্ধন থেকে বক্তারা বর্বরোচিত এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
পটুয়াখালীতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় পটুয়াখালী সরকারি কলেজের প্রধান ফটকে সর্বস্তরের শিক্ষার্থী’র ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে পটুয়াখালী সরকারি কলেজসহ জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। পরে একটি বিক্ষোভ মিছিল সরকারি কলেজ রোড এলাকা প্রদক্ষিণ করে।
মনাববন্ধনে ছাত্র প্রতিনিধিরা দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে সন্ত্রাস বন্ধ করার পাশপাশি শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।
তারা বলেন, দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে একের পর এক সাধারণ শিক্ষার্থীরা হত্যাকাণ্ডের শিকার হচ্ছে। প্রতিটি হত্যাকাণ্ডের পর আসামিদের গ্রেফতার কিংবা শাস্তির আওতায় নিয়ে আসা হলেও হত্যাকাণ্ড থামছে না। আমরা চাই, এ ধরণের আর কোনো ঘটনা না ঘটুক।
ছাত্রলীগ নামধারী কিছু সন্ত্রাসীর হাতে সাধারণ ছাত্র-ছাত্রীরা নানাভাবে হয়রানি ও নির্যাতন শিকার হচ্ছে দাবি করে তারা এই সন্ত্রাস বন্ধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
এদিকে একই দাবিতে বাউফল উপজেলা হাসপাতালের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
এছাড়া বিকেল ৪টায় সদর উপজেলার বদরপুর ইউনিয়নে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আবরার ফাহাদ হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের ফাঁসির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে জেলার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা এই মানববন্ধন কর্মসূচি পালন করে।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, মেধাবী ছাত্র আবরার ফাহাদকে ছাত্রলীগের সদস্যরা নৃশংসভাবে হত্যা করেছে। স্বাধীন দেশে ভিন্ন মত প্রকাশের কারণে একজন ছাত্রকে পিটিয়ে মারা জঘন্য অপরাধ।
দেশে যাতে আর কোনো ছাত্রকে এভাবে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হতে না হয় সেজন্য আবরার হত্যায় জড়িত ছাত্রলীগের সদস্যদের ফাঁসির দাবি জানান তারা।
আবরার ফাহাদ হত্যাকাণ্ডে জড়িত ছাত্রলীগ সদস্যদের গ্রেফতার ও বিচারের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন করেছে ছাত্র ইউনিয়ন। মঙ্গলবার দুপুর ১২টার দিকে ছাত্র ইউনিয়ন রাজবাড়ী জেলা সংসদের আয়োজনে শহরের ১নং রেলগেট সংলগ্ন মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়ন রাজবাড়ী জেলা সংসদের সভাপতি আব্দুল হালিম বাবু, সাধারণ সম্পাদক কাউছার আহমেদ রিপন, সাংগঠনিক সম্পাদক রাতুল হাসান জনি, শহর কমিটির সদস্য খালেদ বিন রনি ও জেলা ওয়ার্কাস পার্টির সভাপতি আব্দুস সামাদ মিয়া।
মানববন্ধনে বক্তরা হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে বিচারের দাবি জানান। দাবি পুরণ না হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দেন তারা।
কালের আলো/এনআর/এমএম