জামালপুরে নতুন ডিসির যোগদান

প্রকাশিতঃ 7:01 pm | August 26, 2019

কালের আলো প্রতিবেদক:

জামালপুরের নতুন জেলা প্রশাসক হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ এনামুল হক।

নারী অফিস সহায়কের সাথে আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়ায় জেলা প্রশাসক আহমেদ কবীরকে ওএসডি করে ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় রোববার (২৫ আগস্ট) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। একই সাথে পরিকল্পনা মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ এনামুল হককে জামালপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেয়া হয়।

নতুন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক যোগদানের পর জেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে তার কার্যালয়ে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি সকল মহলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক রাজিব কুমার সরকার জানান, নতুন জেলা প্রশাসক সোমবার (২৬ আগস্ট) বিকেল সাড়ে ৪ টায় তার কর্মস্থলে যোগদান করেছেন। জেলা প্রশাসকের কার্যালয়ের অফিস সহায়ক আলোচিত নারী সানজিদা ইয়াসমীন সাধনা রোববার কর্মস্থলে অনুপস্থিত থাকলেও সোমবার সকালে তিনি ছুটির আবেদন নিয়ে অফিসে উপস্থিত হন। তিনি শারীরিক অসুস্থতা দেখিয়ে ৩ দিনের ছুটির আবেদন করেছেন। ছুটির আবেদন দিতে এসে জ্ঞান হারিয়ে ফেলেন সানজিদা। পরে সহকর্মীরা তার চোখে মুখে পানি দিলে জ্ঞান ফিরে আসে।

ভিডিও ভাইরাল হওয়া সম্পর্কে সানজিদা ইয়াসমীন সাধনা বলেন, তিনি কিছুই জানেন না, সাবেক জেলা প্রশাসক আহমেদ কবীরের কোন অপরাধ নেই তিনি দাবি করেন। ধিক্কার না দিয়ে বাঁচার পথ বের করার দাবি জানান সানজিদা।

কালের আলো/বিআর/এমএম