শ্বেতপত্রে প্রস্তাবিত শিক্ষাবিষয়ক প্রস্তাবনাগুলো যথাসম্ভব এগিয়ে নেওয়া: শিক্ষা উপদেষ্টা
প্রকাশিতঃ 8:43 pm | July 20, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার বলেছেন, শ্বেতপত্রে প্রস্তাবিত শিক্ষাবিষয়ক প্রস্তাবনাগুলো যথাসম্ভব এগিয়ে নেওয়া হবে। শ্বেতপত্র থেকে পাওয়া প্রস্তাবগুলো থেকে আলোচনার মাধ্যমে অনেকগুলো বিষয় চিহ্নিত করা হয়েছে। সেগুলো আমাদের এ অল্প সময়ের মধ্যে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আমরা কাজ শুরু করেছি।
রোববার (২০ জুলাই) মন্ত্রণালয়ের সভাকক্ষে শ্বেতপত্র প্রণয়ন কমিটি ও শিক্ষা মন্ত্রণালয়ে কর্মকর্তা ও এর আওতাধীন বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ কথা বলেন।
শিক্ষা উপদেষ্টা বলেন, শ্বেতপত্র প্রণয়ন কমিটি যে সমস্যাগুলো চিহ্নিত করেছে তা তারা অনেক অংশীজনের সঙ্গে আলোচনাক্রমে করেছেন। তাই এগুলো অবশ্যই গ্রহণযোগ্য। শ্বেতপত্র প্রণয়ন কমিটির এসব বিষয় ছাড়াও প্রতিনিয়ত নানামুখী চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। প্রায়ই কোনো না কোনো ইস্যু তৈরি হচ্ছে, ইস্যুগুলো উপদেষ্টা এবং সচিবদের সমাধান করতে সমস্যা মোকাবিলা করতে হচ্ছে।
ড. আবরার বলেন, এরইমধ্যে আমরা ইন্ডাস্ট্রির মালিকদের সঙ্গে মতবিনিময় করেছি। তাদের মতামতগুলো আমরা বাস্তবায়নের চেষ্টা করে যাচ্ছি। ইন্ডাস্ট্রিগুলো আমাদের কোর্সগুলো তাদের জন্য উপযোগী করে গড়ে তোলার প্রস্তাব দিয়েছে। তাতে তাদের প্রশিক্ষণের সময় বেঁচে যাবে বলে মতামত ব্যক্ত করেছে। আমরা এগুলো বাস্তবায়নের চেষ্টা করে যাচ্ছি।
তিনি বলেন, আমাদের সময় এসেছে, দেশের সীমিত সম্পদের যথাযথ ব্যবহারের মাধ্যমে আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো থেকে আধুনিক বিজ্ঞান ভিত্তিক কারিগরি দক্ষতা সম্পন্ন দক্ষ মানুষ সম্পদ গড়ে তোলা। আজকের এ সভায় আলোচনার মাধ্যমে আপনাদের কাছ থেকে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় আমরা পেলাম। ভবিষ্যৎ শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে আপনাদের প্রস্তাবনাগুলো আমাদের সহায়ক হবে। আমরা মাঠ পর্যায়ে এ সব বিষয় নিয়ে আলোচনা শুরু করেছি। আমাদের সচিবরা এ বিষয়ে যথেষ্ট সচেতনতার সঙ্গে কাজ করে যাচ্ছেন।
অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, সিদ্দিক জোবায়ের, কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম, শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্যসহ সদস্য, শিক্ষা মন্ত্রণালয়ে কর্মকর্তা ও এর আওতাধীন বিভিন্ন দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।
কালের আলো/এমডিএইচ