শ্রীলঙ্কায় জুয়ার আসরে সুজন, ভিডিও ভাইরাল

প্রকাশিতঃ 10:42 am | July 30, 2019

কালের আলো ডেস্ক:

জাতীয় দলের অন্তর্বর্তীকালীন প্রধান কোচের দায়িত্ব নিয়ে শ্রীলঙ্কা সফরে গেছেন খালেদ মাহমুদ সুজন। সেখানে তার দলের পারফরম্যান্স যাচ্ছেতাই! তিন ম্যাচ সিরিজের এক ম্যাচ বাকি থাকতেই বাংলাদেশকে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করেছে লঙ্কানরা। এতে টানা ৪৪ মাস পর ঘরের মাটিতে সিরিজ জিতলো তারা। একইসঙ্গে বাংলাদেশ দল এখন লঙ্কাওয়াশের শঙ্কায়।

আর এমন সময় খবর আসলো, কলম্বোর একটি জুয়ার আসরে (ক্যাসিনোতে) গিয়েছিলেন কোচ খালেদ মাহমুদ সুজন। ক্যাসিনোতে সুজনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এরিমধ্যে। তাতে দেখা যায়, সুজন নিজের এটিএম কার্ড দিচ্ছেন ক্যাসিনোর এক নারী ওয়েটারকে। সেখানে সুজনের সাথে দেখা গেছে আরো বেশকিছু মানুষকে।

এদিকে বাংলাদেশ দল অতিক্রম করছে অন্যতম বাজে সময়। ২০১৭ সালের পর টানা চার ওয়ানডেতে হেরেছে টাইগাররা। শ্রীলঙ্কার বিপক্ষে দুই ওয়ানডেতে দাঁড়াতেই পারেনি তামিমরা। বাংলাদেশ দলের এই বাজে সময়ে নির্ভার ভারপ্রাপ্ত কোচ খালেদ মাহমুদ সুজন। দলের এমন অবস্থায় তাকে ক্যাসিনোতে দেখা যাওয়ায় সমালোচনার ঝড় উঠেছে।

২০১৫ সালেও ক্যাসিনো-বিতর্কে জড়িয়েছেন সুজন। সেবার বাংলাদেশ দলের ম্যানেজারের দায়িত্বে ছিলেন তিনি। শ্রীলঙ্কার কাছে হতাশাজনক হারের পর ক্যাসিনোতে গিয়েছিলেন তিনি। তখন বেসরকারি এক চ্যানেলকে ক্যাসিনোতে যাওয়ার কথা স্বীকার করেছিলেন সুজন।

কালের আলো/এআর/এমএম