পাকিস্তানে সামরিক বিমান বিধ্বস্তে নিহত ১৫

প্রকাশিতঃ 10:40 am | July 30, 2019

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো:

পাকিস্তানে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে। উদ্ধারকারী কর্মকর্তারা জানিয়েছেন, রাওলপিন্ডির শহরের একটি আবাসিক এলাকায় সামরিক বাহিনীর একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে।

উদ্ধারকারী দলের এক মুখপাত্র জানিয়েছেন, দুর্ঘটনায় পাঁচ ক্রু সদস্য এবং ১০ বেসামরিক নিহত হয়েছেন। বিমান বিধ্বস্তের ঘটনায় আরও ১২ জন আহত হয়েছেন।

একটি প্রশিক্ষণে অংশ নিয়ে ওই বিমানটি বিধ্বস্ত হয়। এতে বিমানে আগুন ধরে যায়। বিমানটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হওয়ায় বেশ কিছু বাড়ি-ঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে।

রাজধানী ইসলামাবাদের কাছে অবস্থিত রাওলপিন্ডি শহরেই পাকিস্তানের সেনাবাহিনীর সদর দফতর অবস্থিত। কি কারণে ওই সামরিক বিমানটি বিধ্বস্ত হয়েছে তা এখনও জানা যায়নি।

এর আগে ২০১০ সালে বেসরকারি এয়ারলাইন্স এয়ারব্লুর একটি বিমান রাজধানী ইসলামাবাদের কাছে বিধ্বস্ত হয়। ওই দুর্ঘটনায় বিমানে থাকা ১৫২ জন আরোহীর সবাই প্রাণ হারায়। পাকিস্তানের ইতিহাসে এটাই ছিল সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা।

কালের আলো/এআর/এমএম