পরিবেশ রক্ষায় উদ্যোগী সেনাবাহিনী, গাছ লাগানোর অনুরোধ সেনাপ্রধানের

প্রকাশিতঃ 6:15 pm | July 14, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো :

উন্নয়নের পাশাপাশি পরিবেশ রক্ষায় বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার। ইতোমধ্যেই দেশের মোট ভূমির ৩০ ভাগ বনায়ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ফলে বসে নেই দেশপ্রেমিক সেনাবাহিনীও। দেশের বনজ সম্পদ বৃদ্ধি ও পরিবেশগত ভারসাম্য রক্ষার লক্ষে তাঁরা উদ্যোগী ভূমিকায় অবতীর্ণ হয়েছে।

এমনিতেই বাংলাদেশের সংগ্রামশীল জাতিসত্ত্বার দু:সময়ের সাথী হয়ে ত্যাগ ও বিশ্বস্ততার দৃষ্টান্ত স্থাপনের পাশাপাশি যে কোন দুর্যোগ মোকাবেলা, দেশের আর্থ-সামাজিক ও অবকাঠামোগত উন্নয়নেও গুরুত্বপূর্ণ অবদান অব্যাহত রেখেছে জেনারেল আজিজ আহমেদের নেতৃত্বাধীন গৌরবদীপ্ত বাংলাদেশ সেনাবাহিনী।

নিজেদের রুটিন কাজের পাশাপাশি জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবেই দেশের বিভিন্ন সেনানিবাসে প্রায় দু’লক্ষাধিক বৃক্ষ রোপণ করার সিদ্ধান্ত নিয়েছে তাঁরা।

রোববার (১৪ জুলাই) সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ ঢাকা সেনানিবাসের ‘বোট ক্লাব’ শহীদ মোস্তফা কামাল লাইন এলাকায় এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এ সময় সেনাপ্রধান নিজ হাতে ছাতিম গাছের চারা রোপণ করেন। পরে নিজেই পরিচর্যার অংশ হিসেবে নতুন বৃক্ষে পানিও দেন। এ সময় সবাইকে বনজ ও ফলজ গাছ লাগানোরও অনুরোধ করেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। গত বছর নির্ঝর আবাসিক এলাকায় সেনাপ্রধান ‘রাধাচূড়া’ গাছের চারা রোপণ করেছিলেন।

শুধু গাছ লাগানোতেই সীমাবদ্ধ থাকলে হবে না, পরিপূর্ণভাবে গাছের যত্নও নিতে হবে এমন আহ্বান জানিয়ে সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় আমাদের সহজ মাধ্যম হচ্ছে বৃক্ষরোপণ। সরকারের বৃক্ষরোপণ আন্দোলনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সম্পৃক্ত করতে হবে।

পরিবেশ উন্নয়নে বৃক্ষরোপণের বিকল্প নেই উল্লেখ করে সেনাপ্রধান বলেন, বৃক্ষরোপণের মাধ্যমে এ দেশকে অবারিত সবুজে পরিণত করার মাধ্যমে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য দেশ গড়ে তোলতে হবে। পরিবেশের ভারসাম্য এবং বৈশ্বিক উষ্ণতা থেকে রক্ষায় বৃক্ষরোপণ করা আমাদের প্রত্যেকেরই নৈতিক দায়িত্ব।

আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) জানায়, জেনারেল আজিজ আহমেদ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনের পাশাপাশি একইসাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর সকল সেনানিবাসে বৃক্ষরোপণ সপ্তাহ উদ্বোধন করেন।

এ সময় সেনাবাহিনীর কোয়ার্টারমাস্টার জেনারেল ( কিউএমজি ) লেফটেন্যান্ট জেনারেল মো. শামসুল হক, চীফ অফ জেনারেল স্টাফ (সিজিএস) লেফটেন্যান্ট জেনারেল শফিকুর রহমানসহ ঢাকা সেনানিবাসের উর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তা এবং সব ইউনিট/সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আইএসপিআর আরো জানায়, চলতি বছর ঢাকা অঞ্চলে বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন প্রজাতির (ফলজ/বনজ/ফুল) গাছের চারা রোপণের পরিকল্পনা গ্রহণ করেছে। এতে বিভিন্ন সেনানিবাসে প্রায় দু’লাখ বৃক্ষ রোপণ করা হচ্ছে।

বরাবরের মতো এবারও বাংলাদেশ সেনাবাহিনী বৃক্ষরোপণ ও বনায়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে। দেশের বনজ সম্পদ বৃদ্ধি ও পরিবেশগত ভারসাম্য রক্ষার লক্ষ্যে সকলকে স্বত:প্রণোদিত হয়ে উদ্যোগ নিতে উৎসাহিত করা বৃক্ষরোপণ কর্মসূচির লক্ষ্য।

কালের আলো/এমএইচ/এএ