ময়মনসিংহে পৃথক বজ্রপাতে তিনজনের মৃত্যু
প্রকাশিতঃ 6:50 pm | July 13, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
ময়মনসিংহে পৃথক বজ্রপাতের ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে।
শনিবার(১৩ জুলাই) জেলার ফুলপুর ও ফুলবাড়িয়া উপজেলায় দুপুরে এ বজ্রপাতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ফুলপুরের বওলা ইউনিয়নের রামসোনা গ্রামের আব্দুল মজিদের ছেলে সোহাগ মিয়া (২৫), পয়ারী গ্রামের ওয়াহেদ আলীর ছেলে জামাল উদ্দিন (৪০) ও ফুলবাড়িয়া উপজেলার হাতিলেইট গ্রামের মলিন বর্মণের ছেলে চৈতন বর্মণ (২২)।
স্থানীয়রা জানান, ফুলপুর উপজেলার বওলা ইউনিয়নের রামসোনা গ্রামের হাঁসের খামারি সোহাগ মিয়া শনিবার দুপুরে বাড়ির পাশে পতিত জমিতে হাঁস চড়ানোর সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান। একই উপজেলার পয়ারী ইউনিয়নের পয়ারী গ্রামের কৃষক জামাল উদ্দিন দুপুরে বাড়ির পাশে জমিতে আমন ধানের বীজতলা তৈরি করছিলেন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
অপরদিকে দুপুরে উপজেলার রাঙ্গামাটিয়া ইউনিয়নের বড়বিলা বিলে মাছ ধরার সময় বজ্রপাতে চৈতন বর্মণ নামে এক জেলে নিহত হন। নিহতের পরিবার জানায়, বড়বিলা বিলে বুচনা (বাইর) দিয়ে মাছ ধরতে যান দুই ভাই মনু বর্মণ ও চৈতন বর্মণ। দুপুরে হঠাৎ বজ্রপাতে ছোট ভাই চৈতন বর্মণ পানিতে ঢলে পড়ে ঘটনাস্থলেই মারা যান। এ সময় বড় ভাইয়ের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে বিল থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।
ফুলপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরাত হোসেন গাজী ও ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
কালের আলো/এআর/এমএম