সংসদীয় বিশ্বকাপে রানার্স-আপ বাংলাদেশ

প্রকাশিতঃ 10:03 am | July 13, 2019

স্পোর্টস ডেস্ক, কালের আলো:

অপরাজিত দল হিসেবে আন্তঃসংসদীয় (ইন্টার পার্লামেন্টারি) বিশ্বকাপের ফাইনালে উঠলেও শিরোপা জেতা হলো না বাংলাদেশের সংসদ সদস্যদের। সবচেয়ে গুরুত্বপূর্ণ তারা হেরে গেছে পাকিস্তানের সাংসদদের কাছে। তাও বেশ বড় ব্যবধানে। ৯ উইকেটে হেরে প্রথম আসরেই চ্যাম্পিয়ন হওয়ার সৌভাগ্য অর্জন করতে পারল না নাঈমুর রহমান দুর্জয়ের দল।

এর আগে বৃহস্পতিবার(১১ জুলাই) ইংল্যান্ডের ব্যাকেনহ্যাম কাউন্টি গ্রাউন্ডে সেমিফাইনালে ইংল্যান্ডকে হারায় বাংলাদেশ।

এরপর শুক্রবার(১২ জুলাই) পাকিস্তানের বিপক্ষে ফাইনাল ম্যাচে খেলতে নেমে প্রথমে ব্যাট করে বাংলাদেশ সংসদীয় ক্রিকেট দল নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে মাত্র ১০৪ রান সংগ্রহ করতে পারে।

জবাবে পাকিস্তান সংসদীয় ক্রিকেট দল ৮ ওভারেই সে লক্ষ্য ছুঁয়ে ফেলে। ফাইনালে পাকিস্তানের কাছে বড় ব্যবধানে হারলেও, গ্রুপ পর্বে এই পাকিস্তানকেই ১২ রানে পরাজিত করেছিল বাংলাদেশ।

এদিকে টুর্নামেন্টের পর্দা নামলেও এখনই লন্ডন ছাড়ছেন না আসরে অংশ নেয়া দলগুলোর সংসদ সদস্যরা। কেননা আগামী ১৪ জুলাই তারা সকলে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মের সঙ্গে বিশ্বকাপের ইংল্যান্ড-নিউজিল্যান্ড ফাইনাল ম্যাচটি লর্ডসে বসে উপভোগ করবেন।

কালের আলো/এআর/এমএম