ময়মনসিংহে মাদকসহ ৫ ভাই-বোন গ্রেফতার

প্রকাশিতঃ 11:46 pm | July 12, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

ময়মনসিংহে অভিযান চালিয়ে একই পরিবারের পাঁচ সদস্যসহ ছয় মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এ সময় তাদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা, ১০ গ্রাম হেরোইন ও ১১০টি নেশা জাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- নগরীর পুরোহিত পাড়া এলাকার মৃত মুছলেম উদ্দিনের তিন ছেলে শহিদুল ইসলাম (৫৫), সোলায়মান (৪৮), আবুল হোসেন (৪৫) ও দুই মেয়ে মোছা. ফিরোজা বেগম (৬৫), হেলেনা বেগম (৫০) এবং অন্যজন সানকিপাড়া এলাকার মৃত বাচ্চু মিয়ার ছেলে কামাল আহম্মেদ (৩৫)।

শুক্রবার (১২ জুলাই) সন্ধ্যায় ডিবি কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, মাদকবিরোধী অভিযান চালিয়ে বৃহস্পতিবার (১১ জুলাই) রাতে শহরের শম্ভুগঞ্জ এলাকা থেকে চিহ্নিত মাদক ব্যবসায়ী ওই পরিবারের পাঁচ সদস্যকে ২০০ পিস ও ১০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয়।

এছাড়া ১১০টি নেশা জাতীয় ইনজেকশনসহ সানকিপাড়া এলাকা থেকে আরেক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

কালের আলো/এআর/এমএম