ভোগান্তি কমাতেই কয়েকটি রাস্তায় রিকশা বন্ধ : মেয়র খোকন

প্রকাশিতঃ 7:59 pm | July 08, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

রাজধানীতে যানজটের অসহনীয় ভোগান্তি থেকে নগরবাসীকে মুক্ত করতে এবং যাতায়াতের সুবিধার্থে কয়েকটি রাস্তায় রিকশা বন্ধ করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন।

তিনি বলেছেন, আমাদের উন্নয়ন হচ্ছে, অগ্রগতি হচ্ছে। সময়ের সঙ্গে সঙ্গে আমাদের বের হয়ে আসতে হবে। আমাদের যে ভিআইপি রোডটা আছে, এই রোডটাতে আমাদের কাজ চলছে। এই কাজ চলবার কারণে আমাদের যে নর্থ-সাউথ কানেকশনটা, সেখানে যানজট প্রকট হয়ে গেছে। সেজন্য কয়েকটি রাস্তায় আপাতত রিকশামুক্ত করেছি, যাতে আমাদের এখনকার যে প্রবলেমটা, সেটা সারতে পারে।

সোমবার (৮ জুলাই) কাকরাইলে উইলস্ লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে ডিএসসিসি আয়োজিত এডিস মশাবাহিত ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে উদ্বুদ্ধকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মেয়র বলেন, ‘ডেঙ্গু নিয়ে ভয় নেই, ডেঙ্গু কোনও বিষয় না। ডেঙ্গু নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমাদের একটু সচেতনতা আমাদের পরিবার ও শহরকে অনেক ভালো রাখতে পারে।

‘আমরা ডিএসসিসির মেয়র, কাউন্সিলর সবাই পাশে আছি। ডেঙ্গু আক্রমণে প্রাণঘাতী হওয়ার কিছু নাই। আমি নিজে জেনে আপনাদের আশ্বস্ত করে বলছি, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। এরপরও আমরা ব্যবস্থা নিচ্ছি। আগামী ১৫ জুলাই থেকে আমাদের ডিএসসিসির ৫৭ ওয়ার্ডে মেডিক্যাল টিম থাকবে।’

তিনি বলেন, রিকশা যেভাবে চালানো হয়, এটা অমানবিক। আমরা দু’জন-তিনজন রিকশায় উঠি আর সেটা চালিয়ে নিয়ে যান একজন চালক। এভাবে চলতে পারে না। রিকশা চালকরা অন্য কাজ করতে পারেন। আমাদের এক জায়গায় পড়ে থাকলে চলবে না। গ্রামে ধান কাটার মানুষ পাওয়া যায় না। পৃথিবীর কোনও দেশের রাজধানীতে রিকশা চলে না। আমাদের দেশ এগিয়ে যাচ্ছে। আমরা রিকশার একটা জায়গায় আটকে থাকতে পারবো না। আমাদের এগিয়ে যেতে হবে।

মেয়র বলেন, আমরা রিকশায় অভ্যস্ত হয়ে পড়েছি। মাত্র ৫০০ গজ দূরত্বের জন্য রিকশায় বসে পড়ি। রাইড শেয়ারিং পরিবহন চলছে। উবার চলছে, পাঠাও চলছে। ধীরে ধীরে রিকশাটাকে ছেড়ে দিতে পারি। এজন্য আমরা সার্কুলার বাস চালু করছি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উইলস্ লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ আবুল হোসেন, প্রতিষ্ঠানটির গভর্নিং বডির সভাপতি আরিফুর রহমান টিটু, ডিএসসিসির ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর হাসিবুর রহমান মানিক, ১৯ ওয়ার্ড কাউন্সিলর মুন্সী কামরুজ্জামান কাজল প্রমুখ।

কালের আলো/এনআর/এমএইচএ