এরিক এরশাদকে অপহরণের হুমকি, থানায় জিডি
প্রকাশিতঃ 7:27 pm | July 08, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের পুত্র এরিক এরশাদকে অপহরণের হুমকি দেয়া হয়েছে। এ ঘটনায় বনানী থানায় জিডি করা হয়েছে।
সোমবার(৮ জুলাই) বিকেল ৩টার দিকে জিডি (৫৫২ নম্বর) করার বিষয়টি নিশ্চিত করেছেন এরশাদের ব্যক্তিগত সহকারী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) খালেদ আক্তার।
তিনি বলেন, গত দুই-তিনদিন ধরে অজ্ঞাত এক ব্যক্তি কয়েক দফায় এরিক এরশাদের ফোনে কল দিয়ে তাকে অপহরণের হুমকি দেওয়ায় আমরা সাধারণ ডায়েরি করেছি। একটি বাড়ি একটি খামার প্রকল্প’র কর্মকর্তারা
গুলশান থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন খান বলেন, জিডি হয়েছে, বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে।
তিনি আরও বলেন, ‘আমরা তদন্ত শুরু করেছি। তবে যে নম্বর থেকে ফোন দিয়েছে, সেই নম্বরগুলো এরিক সংগ্রহ করে রাখতে পারেনি। পরবর্তীতে এমন ফোন আসলে নম্বর সেভ করে রাখতে বলা হয়েছে।’
কালের আলো/এআর/এমএম