টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
প্রকাশিতঃ 3:28 pm | June 24, 2019

স্পোর্টস ডেস্ক, কালের আলো:
সেমিফাইনালের আশা জিইয়ে রাখার সংকল্প নিয়ে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আফগানিস্তান অধিনায়ক গুলবাদিন নাইব। বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায় রোজ বোলে শুরু হয়েছে ম্যাচটি।
মহাগুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশ একাদশে এসেছে দুটি পরিবর্তন। সাব্বির রহমানের জায়গায় ঢুকেছেন স্পিন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। আর পেসার রুবেল হোসেনের স্থলাভিষিক্ত হয়েছেন পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।
আফগানিস্তান দলেও এসেছে দুই পরিবর্তন। ছিটকে গেছেন হজরতউল্লাহ জাজাই ও আফতাব আলম। তাদের স্থানে জায়গা পেয়েছেন দৌলত জাদরান ও সামিউল্লাহ শেনওয়ারি।
বিশ্বকাপে এখন পর্যন্ত ৬ ম্যাচের সবকটিতেই হেরে বিদায় নিয়েছে আফগানিস্তান। তবে বাংলাদেশ ম্যাচে পাখির চোখ তাদের। এই ম্যাচ জিতে টুর্নামেন্টে জয়ের খাতা খুলতে চান তারা।
বাংলাদেশ একাদশ: মাশরাফি বিন মোর্ত্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, লিটন কুমার দাস, সৌম্য সরকার, মেহেদি হাসান মিরাজ এবং মোসাদ্দেক হোসেন সৈকত।
আফগানিস্তান একাদশ: গুলবাদিন নাইব (অধিনায়ক), ইকরাম আলী, রহমত শাহ, হাসমতউল্লাহ শহিদি, মোহাম্মদ নবী, রশিদ খান, মুজিব-উর-রহমান, নাজিবুল্লাহ জাদরান, আসগর আফগান, দৌলত জাদরান এবং সামিউল্লাহ শিনওয়ারি।
কালের আলো/এআর/এমএম