দুর্নীতি প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সাথে সনাক-টিআইবি’র সমন্বয় সভা
প্রকাশিতঃ 3:47 am | May 28, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
দুর্নীতিবিরোধী আন্দোলনকে শক্তিশালী ও কার্যকর করার লক্ষ্যে ময়মনসিংহে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমকর্মীদের সাথে এক সমন্বয় সভা করেছে সনাক-টিআইবি।
সোমবার (২৭ মে) বিকেলে সচেতন নাগরিক কমিটি (সনাক) ময়মনসিংহ সদরের উদ্যোগে সনাক কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সনাক সভাপতি শরীফুজ্জামান পরাগের সভাপতিত্বে এ সভায় স্বাগত বক্তব্য রাখেন সনাক সহ-সভাপতি মীর গোলাম মোস্তফা। তিনি তার বক্তব্যে টিআইবি-সনাকের দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে গণমাধ্যম ব্যক্তিবর্গকে অব্যাহত সহযোগিতার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সাথে ভবিষ্যতে সফলভাবে কার্যক্রম পরিচালনার জন্য গণমাধ্যমের কাছে আরো সহযোগিতা প্রত্যাশা করেন।
সনাকের সার্বিক কার্যক্রম ও চলমান প্রকল্প ‘বিল্ডিং ইন্টিগ্রিটি ব্লকস ফর ইফেক্টিভ চেঞ্জ’ (বিবেক) এর কার্যক্রম সম্পর্কে সকলকে অবহিত করা এবং গণমাধ্যমের সাথে গত সমন্বয় সভার আলোচনা এবং অগ্রগতি উপস্থাপন করেন টিআইবি’র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মো: সফিকুল ইসলাম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন টিআইবি’র এলাক ফ্যাসিলিটেঁটর নিয়ামুল বারী, প্রোগ্রাম ম্যানেজার চিত্ত রঞ্জন রায়, ডেইলী স্টারের জেলা প্রতিনিধি মো: আমিনুল ইসলাম, দৈনিক আজকের বাংলাদেশের স্টাফ রিপোর্টার বাবলী আকন্দ ও মোহনা টিভির মাহমুদুল হাসান মিলন। তারা ময়মনসিংহে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনকে শাণিত করতে ভবিষ্যতে আরো সক্রিয় ও সমন্বিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এসময় চ্যানেল আই, ডেইলী স্টার, কালের কন্ঠ, দৈনিক সমকাল, যমুনা টিভি, দেশটিভি, মোহনা টিভি, নয়াদিগন্ত, বার্তা২৪.কম, দৈনিক কালের আলো, দৈনিক খবর, ময়মনসিংহ প্রতিদিন.কম, দৈনিক স্বজন, দৈনিক আজকের বাংলাদেশ, আমার বার্তার স্থানীয় সাংবাদিকসহ টিআইবি’র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
কালের আলো/ওএইচ