নান্দাইলে দুই নবজাতকের লাশ উদ্ধার
প্রকাশিতঃ 12:28 am | May 21, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
ময়মনসিংহের নান্দাইলে সুকাইজুড়ি নদী থেকে দুই নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২০ মে) বিকেলে নান্দাইল উপজেলার রাজগাতি ইউনিয়নের উলুহাটি গ্রামের সুকাইজুড়ি নদী থেকে মরদেহ দু’টি উদ্ধার করা হয়।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মিঞা জানান, বিকেলে নদীতে দু’টি নবজাতকের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
ওসি আরও বলেন, নির্দিষ্ট সময়ের আগেই শিশু দু’টির জন্ম হয়েছে। ধারণা করা হচ্ছে, কেউ অবৈধভাবে গর্ভপাত করিয়ে শিশু দু’টিকে নদীতে ফেলে দিয়েছে।
কালের আলো/ওএইচ